আমি মানুষ কিযে অসহায়

নীল আসমান - হেরাররশ্মি

আমি মানুষ কিযে অসহায়

কথা ও সুর : মুজাহিদ আল মুসা

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

আমি মানুষ কিযে অসহায়
মরণ কখন মোর জানি না
আমলের সঞ্চয় নেই ধার
পরকালে পাবো কি তা জানিনা ॥

 

কবর সবাইকে ডাকছে প্রতিদিন
কারো কান কভূ শোনেনা হায়
কোরানের পথে মুক্তি শুধু
সে পথের রাহি হতে পারিনি হায়
সাজাতে বালুর ঘর কত ভাবনায়
ক্ষনগুলো সবই যায় চলে যায়
দ্বীনের তরে ক্ষন পায়না যে হায় ॥

 

নানা রং ফুল ফল সবুজ পাতাগুলো
বনানীতে সকলের হৃদয় টানে
পাতার সে মরমর ফুলের সুবাস রং
চিরতরে একদিন ধূলায় মিশে
দূর পথিকের বিশ্রাম সম এই জীবন
শেষে কালো রাত এসে যায়
সাজানো ভূবন খানি যায় ফেলে যায় ॥

 

কথা ও সুর : মুজাহিদ আল মুসা