গানের স্বরলিপি

সবুজ চাদরে ঢাকা

পানসি - সাইমুম শিল্পীগোষ্ঠী


সবুজ চাদরে ঢাকা রংধনু রঙে আঁকা 
এ আমার রূপসী বাংলাদেশ
হাজার নদীর ঐ কলকল কলতানে 
মুখরিত সবুজের রূপ অনিশেষ 
বাংলাদেশ বাংলাদেশ 
আমার জন্মভূমি বাংলাদেশ ॥

 

আঁকা বাঁকা পথে নদী যায় ছুটে যায়
পানসি নায়ের মাঝি ভাটিয়ালি গায়
দখিনা পবন তালে কাশফুল দুলে দুলে
ছড়ায় রূপের আভা মুগ্ধ আবেশ ॥

 

ছায়া ঢাকা মেঠো পথে রাখালিয়া সুর  
উদাসী দুপুর বেলা আহা কী মধুর 
কাজল দীঘির জলে শুভ্র কমল দোলে
সারি সারি মহুয়ার রূপ অনিশেষ ॥

 

কথা ও সুর: মতিউর রহমান খালেদ 

যেদিন মায়ার বাঁধন

পানসি - সাইমুম শিল্পীগোষ্ঠী


যেদিন মায়ার বাঁধন ছিন্ন করে
যাব ওপার ভেলায়
সে যে বেদনারই দিন বিরহেরই দিন
থাকবো না এ মেলায় ॥

 

কত কথাগুলো নাড়া দেবে মনে
কত স্মৃতিগুলো জেগে ওঠে ক্ষণে ক্ষণে
ভুলে ভুলে কত ব্যথা দিয়েছি
সব ব্যথা ভুলে ক্ষমা করো আমায় ॥

 

সাদা কাফনে জড়ায়ে নিয়ে যাবে 
সেদিন অন্ধকারে তুমি কেমনে রবে
কারো হৃদয়ে যদি ব্যথা দিয়ে থাকি
সব ব্যথা ভুলে ক্ষমা করো আমায় ॥

 

কথা ও সুর: ওবায়দুল্লাহ তারেক

শহীদের রক্ত

পানসি - সাইমুম শিল্পীগোষ্ঠী


শহীদের রক্ত বৃথা যায় না
তবু কেন হায় মন মানে না
মমতার বাঁধন ছেড়ে যায় ঐ
কলিজা ছিঁড়ে ॥

 

কেন ওরা চলে যায় বুক ভেঙে দিয়ে
সবকিছু ছেড়ে ঐ শহীদী মিছিলে
হৃদয়ের জানালাতে ওরা উঁকি দেয়
বিপ্লবেরই সেই শপথে ॥

 

স্বপ্নিল সম্ভার আশা ছিল কত তার 
তবু সেই পথে শহীদেরা একাকার 
প্রভুর ভালোবাসায় এতোটাই প্রাণ 
পৃথিবী তার কাছে পায় নাকো দাম ॥

 

কথা ও সুর: সোহাইল আহমদ খান

মাওলা রে মাওলা

পানসি - সাইমুম শিল্পীগোষ্ঠী


মাওলা রে মাওলা রে মাওলা
পাপের বোঝায় পাপী আমি
এই অধম গুনাগার
দয়ার সাগর তুমি দয়াল
কর সে দয়ায় একটু পার ॥

 

এই দুনিয়ার আঘাতে আঘাতে
জর্জরিত এই মন
সুখ তো পাই না কপালে সয় না
জ্বালা সহি সারাক্ষণ 
পাড়ের আশায় বসে আছি
দিও ওপারে গেলে সুখ ॥

 

এই দুনিয়ায় সব হারায়ে
নিঃস্ব যে হয়েছি
শত ব্যথা আঘাত পেলেও
তোমাকে ঠাঁই দিয়েছি
পারঘাটাতে বসে আছি
বড় আশায় বেঁধে বুক ॥

 

কথা ও সুর: ওবায়দুল্লাহ তারেক

আল্লাহ আল্লাহ আল্লাহু

পানসি - সাইমুম শিল্পীগোষ্ঠী


আল্লাহ আল্লাহ আল্লাহু
জাল্লা জাল্লা জালালুহু
তাসবীহ পড়ি তোমার নামে
একসাথে সবাই দিয়ে পাল্লা
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ ॥

 

তোমার রহম সদা বয়ে বয়ে যায়
ও নামের খুশবু ধরাতে ছড়ায়
ধরে নাও ধরে নাও কে আছো এমন
অশেষ করুণা পেতে হয়ো না কৃপণ ॥

 

তুমি বড়ই মেহেরবান 
দিয়েছো নেয়ামত চির অফুরান
আরো তুমি দিয়েছো জ্ঞানের আলো
আছে কে তোমার মত বাসবে ভালো ॥

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী

সর্বনাশা পদ্মা নদী 

পানসি - সাইমুম শিল্পীগোষ্ঠী


সর্বনাশা পদ্মা নদী 
তোর কাছে শুধাই 
বল আমারে তোর কি রে আর
কূল কিনারা নাই ॥

 

পাড়ের আশায় তাড়াতাড়ি 
সকাল বেলায় ধরলাম পাড়ি
আমার দিন যে গেল সন্ধ্যা হলো
তবু না কূল পাই ॥

 

পদ্মা রে তোর তুফান দেইখা 
পরাণ কাঁপে ডরে 
এই না আমায় মারিস নে তোর
সর্বনাশা ঝড়ে।

 

একে আমার ভাঙ্গা তরী 
মাল্লা ছয়জন শল্লা করি
আমার নায়ে দিল কুড়াল মারি
কেমনে পাড়ে যাই ॥

 

কথা ও সুর: আবদুল আলীম