যেদিন মায়ার বাঁধন

পানসি - সাইমুম শিল্পীগোষ্ঠী


যেদিন মায়ার বাঁধন ছিন্ন করে
যাব ওপার ভেলায়
সে যে বেদনারই দিন বিরহেরই দিন
থাকবো না এ মেলায় ॥

 

কত কথাগুলো নাড়া দেবে মনে
কত স্মৃতিগুলো জেগে ওঠে ক্ষণে ক্ষণে
ভুলে ভুলে কত ব্যথা দিয়েছি
সব ব্যথা ভুলে ক্ষমা করো আমায় ॥

 

সাদা কাফনে জড়ায়ে নিয়ে যাবে 
সেদিন অন্ধকারে তুমি কেমনে রবে
কারো হৃদয়ে যদি ব্যথা দিয়ে থাকি
সব ব্যথা ভুলে ক্ষমা করো আমায় ॥

 

কথা ও সুর: ওবায়দুল্লাহ তারেক