শহীদের রক্ত

পানসি - সাইমুম শিল্পীগোষ্ঠী


শহীদের রক্ত বৃথা যায় না
তবু কেন হায় মন মানে না
মমতার বাঁধন ছেড়ে যায় ঐ
কলিজা ছিঁড়ে ॥

 

কেন ওরা চলে যায় বুক ভেঙে দিয়ে
সবকিছু ছেড়ে ঐ শহীদী মিছিলে
হৃদয়ের জানালাতে ওরা উঁকি দেয়
বিপ্লবেরই সেই শপথে ॥

 

স্বপ্নিল সম্ভার আশা ছিল কত তার 
তবু সেই পথে শহীদেরা একাকার 
প্রভুর ভালোবাসায় এতোটাই প্রাণ 
পৃথিবী তার কাছে পায় নাকো দাম ॥

 

কথা ও সুর: সোহাইল আহমদ খান