গানের স্বরলিপি

মোহাম্মাদের নামের

আঁধারের বুক চিরে- টাইফুন

মোহাম্মাদের নামের ধ্বনী
আমার হৃদয় বাজে শুনি
এই নামেতে মধুর ছোয়া 
আলোরও পরশ মনি।


তার আগমন খবর পেয়ে 
সবুজ হলো মরুভুমি
সুর্য রাঙে নতুন রঙে
জ্যোৎস্না পেলো রংতুলি।


সবাই পেল পথের দিশা
উঠল জেগে সারা ভূমি
দ্বীন কায়েমের প্রয়োজনে
আকড়ে ধরে তার বানী।

 

কথা ও সুর: শাওন আহমাদ মুকুল

 

অশান্ত পৃথিবীতে

আঁধারের বুক চিরে- টাইফুন

অশান্ত পৃথিবীতে কেও শান্তিতে
বল কে জ্বালিয়ে দিল দুঃখেরী অনল
ভোরের পাখিরা গায় না সুখের গান
আতঙ্ক ভীতি ভরা যেন এ ভুবন।


আল কোরানের দিন আবার আসুক ফিরে
ভরে যাক অন্তর কোরানের নুরে নুরে
পিশাচের হামা গুড়ি হোক অবসান
হোকনা বিকল।


তাগুতের পদ্ভার ধরনী জরোজার
রূখবে তাদের বল আছে কে এমন আর
ঘুমন্ত এ জাতি আজও অচেতন
রবে কতকাল।

 

কথা ও সুর: আব্দুস সালাম

কে করিল ধরনীকে

আঁধারের বুক চিরে- টাইফুন

কে করিল ধরনীকে এত সুন্দর
কার সৃষ্টি নেই তুলনা যে তার।

 

ঐ যে নিকাকাশ আর সবুজের বন
শ্যামলী লতার মাঝে হারিয়েছে মন
রূপলী নদীর ঐ কুলুকুলু তানে
তসবীহ পড়ে যেন সেই আল্লার।

 

হাজার রঙের পাখি বাগানের ফুল
কার গুনগানে ওরা আছে মাশগুল

 

ঐ যে পাহাড়ী ছায়া ঝর্না কোলে
রূপলী চাঁদের আলো মুক্ত জ্বলে
সাজানো এ ধরণীতে করূনা অপার
শোকর করি তার সিজদা হাজার।
 

কথা ওসুর: আব্দুস সালাম

নদীর পানি

আঁধারের বুক চিরে- টাইফুন

নদীর পানি.........
কত দূরে যাওরে তুমি বহিয়া
নাই ঠিকানা নাইরে বাড়ী
কত নগর যাওরে ছাড়ি
ও কুলেতে বইয়া।


জনম জনম যাওরে তুমি
এপার ওপার করে
তোমার কত দুঃখরে নদী
দুকুল থাকে ভরে
তোমার জীবন চলেরে নদী
পানি বুকে লইয়া।


শহর নগর ছাড়িয়া যাও
উজান ভাটির খেলা
এই না সময় থাকরে কাছে
দূরে সন্ধ্যা বেলা
তোমার সকাল নাইরে বকাল
চলা থাকে বইয়া।


কথা: গাজী নয়ন ইসলাম
সুর: নওসাদ মাহফুজ

আমরা সবাই এক

আঁধারের বুক চিরে- টাইফুন

আমরা সবাই এক নতুন দিনের
স্বপ্ন বুকে পথ পাড়ি দিতে চাই
যদিও রবে না জানি পুষ্পে সাজানো পথ
রবেই রবে কন্ঠকময়।


বাধার পাহাড় গুলো মাড়িয়ে মোরা
মুক্তির মাঞ্জিলে হব আগোয়ান
আল কোরানের আলো ছড়িয়ে মোরা
ভেঙে দেব বাতিলের শুত আয়োজন 
আমাদের ধমনীতে বিজয়ের উল্লাশ
পরাজয় পাবে নাকো ঠাই।


জালিমের হাত যত সামনে আসুক
আমরাই প্রতিরোধ গড়বো আবার
মানুষের মন গড়া মন্ত্র ভেঙে
আনবোই সোনালী সে দিন রাশেদার
আমাদের বুক জুড়ে স্বপ্ন আঁকা তাই
আল্লার রাজ শুধু চাই।

 

কথা ও সুর: আব্দুস সালাম

মনের কোনে

আঁধারের বুক চিরে- টাইফুন

মনের কোনে জায়গা করে
ভুলতে পারিনা তোমায়
হে রাসুল তুমি শুয়ে আছ মদিনায়।

 

নব ভুবনে তোমায় ভুলে
গড়েছে জীবন যারা
সেই জীবনে সঠিক পথের
পাইনি দিশা তারা
তোমার দোয়া জানি
তাদের তরে নয়।

 

আঁকাবাকা পথ পাড়ি দিয়ে
পৌছাতে চাই মাঞ্জিলে
আবার দিনে হে প্রিয় মোর
যেওনা কো ভুলে।

 

জাহেলিয়াতের আধার কেটে
গড়েছ সুখের সমাজ
তুমি বিহীন এ সমাজে
কেউ তো নেই সুখে আজ
তাই ব্যাথিত হৃদয়েতে
স্বরছে এ বিশ্বময়।

 

কথা ও সুর: নাজমুল কবির