কে করিল ধরনীকে

আঁধারের বুক চিরে- টাইফুন

কে করিল ধরনীকে এত সুন্দর
কার সৃষ্টি নেই তুলনা যে তার।

 

ঐ যে নিকাকাশ আর সবুজের বন
শ্যামলী লতার মাঝে হারিয়েছে মন
রূপলী নদীর ঐ কুলুকুলু তানে
তসবীহ পড়ে যেন সেই আল্লার।

 

হাজার রঙের পাখি বাগানের ফুল
কার গুনগানে ওরা আছে মাশগুল

 

ঐ যে পাহাড়ী ছায়া ঝর্না কোলে
রূপলী চাঁদের আলো মুক্ত জ্বলে
সাজানো এ ধরণীতে করূনা অপার
শোকর করি তার সিজদা হাজার।
 

কথা ওসুর: আব্দুস সালাম