নদীর পানি

আঁধারের বুক চিরে- টাইফুন

নদীর পানি.........
কত দূরে যাওরে তুমি বহিয়া
নাই ঠিকানা নাইরে বাড়ী
কত নগর যাওরে ছাড়ি
ও কুলেতে বইয়া।


জনম জনম যাওরে তুমি
এপার ওপার করে
তোমার কত দুঃখরে নদী
দুকুল থাকে ভরে
তোমার জীবন চলেরে নদী
পানি বুকে লইয়া।


শহর নগর ছাড়িয়া যাও
উজান ভাটির খেলা
এই না সময় থাকরে কাছে
দূরে সন্ধ্যা বেলা
তোমার সকাল নাইরে বকাল
চলা থাকে বইয়া।


কথা: গাজী নয়ন ইসলাম
সুর: নওসাদ মাহফুজ