গানের স্বরলিপি

এই দিন রাত কত

তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী

এই দিন রাত কত আসে আর যায়
কত রংধনু হাসে মেঘেরও খেলায়
ফিরে আসে শুধু ফেলে আসা দিন
কালের অতলে চির তরে হারায়
কত রংধনু হাসে মেঘের খেলায় ।

 

শৈশবে ঝরে যাওয়া চঞ্চলা দিন
এলোমেলো পাখা মেলা স্বপ্ন রঙীন 
নেই নেই আজও সেই উদাস দুপুর
সবকিছু স্মৃতি হয়ে পিছু ডেকে যায় ।

 

জীবনের খাতা থেকে একে একে
ঝরে যায় সবগুলো পাতা
এইভাবে ঝরে ঝরে
পড়ে থাকে পাতাহীন খাতা।

 

প্রেম ভালবাসা কত মমতার গান
নিয়তির ঝড় ভেঙে করে খান খান
এত সব চাওয়া পাওয়া মিছেমিছি ভুল
স্বপ্নের বালুচরে শুধু কেঁদে যায় ।

 

কথা: জাকির আবু জাফর
সুর: মশিউর রহমান

খোদার রঙে জীবন

তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী

খোদার রঙে জীবন যারা রঙিন করে নেবে
বেহেশতেরই গুলবাগিচা তাদেরই হবে ।

 

খোদার রাহে চলারই পথ বন্ধুর হবে
ফুল বিছানো রবে নাকো কাঁটাই পাবে
কাঁটার আঘাত সয়েও যারা দৃঢ় অটুট রবে
ধন্য তারা পুণ্য জীবন তাদেরই হবে ।

 

খোদার রাহে হেসে যারা জীবন দেবে
তাঁরই অপার রহম তারা লুটে নেবে
শেষ বিচারের আদালতে তারাই মুক্তি পাবে
ফেরদাউসেরই অনন্ত সুখ তাদেরই হবে ।

 

কথা: আমিনুল ইসলাম
সুর: সংগ্রহ

একদিন মরণ যদি

তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী

একদিন মরণ যদি আসবে তোমার
মরণের কেন তবে ভয়
সেই তো ভালো ওগো অনেক ভালো
শহীদি মরণ যদি হয় । 

 

জিহাদের ময়দানে অটুট থেকে
শহীদি জীবনের স্বপ্ন মেখে
কেউ যদি ঢেলে দেয় পাঁজরের খুন
সেই খুন চিরদিন জানি কথা কয় ।
 
রাসূলের পথ ধরে চলতে গিয়ে
কোরআনের অমিয় সুধা পিয়ে
যায় বিলানো যদি জীবনটাকে 
সে জীবন হয় তবে আরো আলোময় ।

 

কথা: আবু তাহের বেলাল
সুর: আমিনুল ইসলাম

খোদা এই গরিবের

তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী

খোদা এই গরিবের শোন মোনাজাত 
দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি
ক্ষুধা পেলে লবণ ভাত ।

 

মাঠে সোনার ফসল দিও
দিও গৃহ ভরা বন্ধু প্রিয়
হৃদয় ভরা শান্তি দিও
সেই তো আমার আবহায়াত ।

 

আমায় দিয়ে কারো ক্ষতি
হয় না যেন দুনিয়ায়
আমি কারো ভয় না করি
মোরেও কেহ ভয় না পায়।

 

যবে মসজিদে যাই তোমার টানে
যেন মন নাহি ধায় দুনিয়া পানে 
আমি ঈদের চাঁদ দেখি যেন
আসলে দুঃখের আঁধার রাত ।

 

কথা ও সুর: কাজী নজরুল ইসলাম

তোমাকে দেখিনি তবু

তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী

তোমাকে দেখিনি তবু জানি তোমার অস্তিত্ব ভাসে
যত দূরে যাই কিংবা যেদিকে তাকাই
সেখানে আছো তুমি মিশে আছো ভূলোক দ্যুলোক
তোমার নামের জ্যোতি আঁধারেও অবিরাম হাসে
আমার ভেতরে হে অনন্ত তোমার সহস্র নাম 
ঢেউ তোলে বার বার গেয়ে ওঠে 
তোমার নামের কালাম ।

 

দিয়েছ অঢেল তুমি হে মালিক শীতল বাতাস
বৃক্ষলতা জমিনের জরি পাট
ঘাসের বিছানা আমাকে দিয়েছ তুমি
রহমের দিগন্ত সীমানা 
মাথার উপরে ছাদ কারুকাজ
সুনীল আকাশ ।

 

যতটুকু জানি তার চেয়ে তুমি অনেক মহান
সমুদ্রের তলদেশে আছো তুমি অণুর শরীরে
অন্তরীক্ষে দৃশ্যের অতীতে ভেতরে আর বাহিরে
সর্বত্র তোমার ছায়া
কী বিশাল দীপ্তজ্যোতির্ময় ।

 

কথা: মোশাররফ হোসেন খান
সুর: আমিনুল ইসলাম

কেয়ামতের কথা

তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী

কেয়ামতের কথা ভেবে
ভয়ে কাঁপে প্রাণ
সেই হিসাবের কঠিন দিনে 
দিও আমায় ত্র্রাণ ।

 

ভুলে মোহের দুনিয়াতে
পাপ করেছি দিনে রাতে
লাভের কড়ি নেই তো আমার
সব দিকেই লোকসান । 

 

শেষ বিচারের কঠিন দিনে
তোমার আদালতে
উঠবে তুমি কাহার হয়ে
ন্যায়ের মিজান হাতে ।
 
সেই বিচারের কাঠগড়াতে
সাহস আমার নাই দাঁড়াতে 
আবার সে নয়ন পাতে
ডাকছে আষাঢ় বান ।

 

কথা: গোলাম মোহাম্মদ
সুর: গোলাম মাওলা