এই দিন রাত কত

তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী

এই দিন রাত কত আসে আর যায়
কত রংধনু হাসে মেঘেরও খেলায়
ফিরে আসে শুধু ফেলে আসা দিন
কালের অতলে চির তরে হারায়
কত রংধনু হাসে মেঘের খেলায় ।

 

শৈশবে ঝরে যাওয়া চঞ্চলা দিন
এলোমেলো পাখা মেলা স্বপ্ন রঙীন 
নেই নেই আজও সেই উদাস দুপুর
সবকিছু স্মৃতি হয়ে পিছু ডেকে যায় ।

 

জীবনের খাতা থেকে একে একে
ঝরে যায় সবগুলো পাতা
এইভাবে ঝরে ঝরে
পড়ে থাকে পাতাহীন খাতা।

 

প্রেম ভালবাসা কত মমতার গান
নিয়তির ঝড় ভেঙে করে খান খান
এত সব চাওয়া পাওয়া মিছেমিছি ভুল
স্বপ্নের বালুচরে শুধু কেঁদে যায় ।

 

কথা: জাকির আবু জাফর
সুর: মশিউর রহমান