তোমাকে দেখিনি তবু

তুমি সুন্দর ও প্রভু - সাইমুম শিল্পীগোষ্ঠী

তোমাকে দেখিনি তবু জানি তোমার অস্তিত্ব ভাসে
যত দূরে যাই কিংবা যেদিকে তাকাই
সেখানে আছো তুমি মিশে আছো ভূলোক দ্যুলোক
তোমার নামের জ্যোতি আঁধারেও অবিরাম হাসে
আমার ভেতরে হে অনন্ত তোমার সহস্র নাম 
ঢেউ তোলে বার বার গেয়ে ওঠে 
তোমার নামের কালাম ।

 

দিয়েছ অঢেল তুমি হে মালিক শীতল বাতাস
বৃক্ষলতা জমিনের জরি পাট
ঘাসের বিছানা আমাকে দিয়েছ তুমি
রহমের দিগন্ত সীমানা 
মাথার উপরে ছাদ কারুকাজ
সুনীল আকাশ ।

 

যতটুকু জানি তার চেয়ে তুমি অনেক মহান
সমুদ্রের তলদেশে আছো তুমি অণুর শরীরে
অন্তরীক্ষে দৃশ্যের অতীতে ভেতরে আর বাহিরে
সর্বত্র তোমার ছায়া
কী বিশাল দীপ্তজ্যোতির্ময় ।

 

কথা: মোশাররফ হোসেন খান
সুর: আমিনুল ইসলাম