গানের স্বরলিপি

একদিন তিতুর ঘোড়ার

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

একদিন তিতুর ঘোড়ার খুঁড়ে
দৃপ্ত শপথ করে জেগেছিল জনতা
সেই সব আজকে সোনালি হরফে লেখা স্মৃতির পাতায় ।

 

এখানে এখনও খুঁজি কোন তিতুমীর
যার ডাকে কেটে যাবে লক্ষ তিমির
এসো নতুন তিতুমীর সুশক্তি ভেঙে আনো নব বারতা ।

 

এ মাটির বুকে আছে সুদিনের খুন
 সেই খুন আজও পারে ছড়াতে আগুন
এসো যুগের মিনতি শুদ্ধ মননে আন নব বারতা ।

 

কথা ও সুর : আমিরুল মোমেনীন মানিক
 

ছলাতে ছলাতে ঢেউ

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

ছলাতে ছলাতে ঢেউ ভেঙে যায় পদ্মা নদীর কূলে
তর তরাইয়া চলে নেীকা পালের বাদাম তুলে ।

 

আল্লাহ আল্লাহ বলে মাঝি যায়রে নদীর ঘাটে
দেখে দেখে যাইরে আমি ঘাটের পরে ঘাটে
আমার মাঝি কবে আইবো হৃদয় দুয়ার খুলে ।

 

জোয়ার ভাটায় নাও বাইয়া যায় পদ্মা নদীর মাঝি
আমায় তুমি সঙ্গে নিও থাকো যদি রাজি
পারের আশায় বইসা আছি দিন দুনিয়া ভুলে ।

 

সময় বইয়া যায় রে মাঝি ফিরে  নারে নীড়ে
মাঝ দরিয়ায় চাইয়া আছি বইসা নদীর তীরে
জীবন নদী হারায় আমার সময় তরী দুলে ।

 

কথা : আফসার নিজাম
সুর : মালিক আবদুল লতিফ

যত গান যত সুর

স্বরূপ সাহিত্য সাংস্কৃতিক সংসদ

আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু
আল্লাহু আল্লাহু আল্লাহু আল্লাহু


গানের কথায় ওগো তুমি রবে
গানের সুরেও তুমি রবে
তুমি ছাড়া হবে না লিখা কোন গান
তুমি ছাড়া জমে না সুরেরই টান
যতগান যতসুর আছে তুমিময়
কবুল করো তুমি ওগো দয়াময়  ।


যে গানে থাকে না তোমার কথা 
যে গানে থাকে না প্রেম রাসূলের
স্বদেশের কথা যেই গানে থাকে না
থাকে না যে গানে কথা জীবনের
সেই গান সে সুরের এটুকু সুধা
আমার কণ্ঠে যেনো কভু না রয়  ।


যে গানে থাকেনা মানবতা
আহ্বান থাকেনা দ্বীনের পথে
যে গানে জিহাদের কথা থাকেনা
নিয়ে যায় আযাবের অগ্নিপথে
সেই গান কথনও যেন না হয়
যতগান হবে শুধু ওগো দয়াময় ।


কথা ও সুর মাহমুদ ফয়সাল 

অবারিত স্বপ্নের

মহান স্বাধীনতার গান

অবারিত স্বপ্নের পাপড়ি মেলে
বিশ্বাসে রক্তিম সুরভী ঢেলে
একটি হাসির উন্মেষ
এলো) সবুজে-শ্যামলে আঁকা দেশ
প্রেমের পরশ মাখা দেশ।
-

একটি গোলাপকুঁড়ি ফুটবে বলে
রক্তে বারুদ কণা উঠলো জ্বলে
কত প্রাণ হলো নিঃশেষ।
এলো) সবুজে-শ্যামলে আঁকা দেশ
প্রেমের পরশ মাখা দেশ।
-

ন্যায়-নীতি, মানবতা, সাম্যে আঁকা
মুক্ত আকাশে ওড়া এই পতাকা।
-

হৃদয়ে ধারণ করে তার প্রেরণা
ডেকে যায় আগামীর সম্ভাবনা
চলো যাই ভুলি বিদ্বেষ।
এলো) সবুজে-শ্যামলে আঁকা দেশ
প্রেমের পরশ মাখা দেশ।


কথা: আলি মেজবাহ
সুর ও সঙ্গীত: মাহফুজ বিল্লাহ শাহী

ফুলের মতো গড়বো

লাল ফড়িং - সসাস

ফুলের মতো গড়বো জীবন
করবো ভালো কাজ
আকাশ সমান উদার করে
লাল সবুজে হৃদয় গড়ে
সত্যিকারের মানুষ হবো
শপথ নিলাম আজ ।

 

লেখাপড়ায় মন বসাবো সত্য পথের খোঁজে
কোরান থেকে হাদিস থেকে পড়বো বুঝে বুঝে 
আলোর পথের যাত্রী যারা যেমনভাবে চলতো তারা
তাদের পথেই আঁকবো সবাই জীবন কারূকাজ ।

 

সুব্হি সাদিক ভোরের আলো আমার জাগার সাথী
সারাটা দিন ভালোর সাথে ভালোর সাথেই রাতি
সত্য পথের দিশা জেনে গুরুজনের কথা মেনে 
সুন্দরেরই পরশ মেখে করবো সকল কাজ ।

 

কথা: মাহফুজুর রহমান আখন্দ
সুর: গোলাম মওলা
 

মা ছাড়া দুনিয়ায়

লাল ফড়িং - সসাস

মা ছাড়া দুনিয়ায় আপন কেহ আর
হয় না কখনো হয়না
সীমাহীন জাতনায় বুক ভরা বেদনায়
মার মত কেউ পাশে রয় না ।


দু:খ সুখের অনুভূতি গুলো
স্বার্থের রঙে বদলায় প্রতিদিন
মায়ের ভলোবাসা স্নেহ মমতার ভাষা
বদলায় না তো কোনদিন
নির্মম টানে কার আহবানে
দুনিয়া ছেড়ে চলে যায় মা ।


ধন সম্মান হারালে জীবনে
হয়ত ফিরে পাওয়া যায় যে আবার
মায়ের মতন এতো মহা মহিমান্বিত
নাম তো ফিরে আসে না আর
হৃদয়ের বাঁধনে রক্তের টানে
উপমা এমন আর হয় না ।


কথা ও সুর : মাহফুজ বিল্লাহ শাহী