অবারিত স্বপ্নের

মহান স্বাধীনতার গান

অবারিত স্বপ্নের পাপড়ি মেলে
বিশ্বাসে রক্তিম সুরভী ঢেলে
একটি হাসির উন্মেষ
এলো) সবুজে-শ্যামলে আঁকা দেশ
প্রেমের পরশ মাখা দেশ।
-

একটি গোলাপকুঁড়ি ফুটবে বলে
রক্তে বারুদ কণা উঠলো জ্বলে
কত প্রাণ হলো নিঃশেষ।
এলো) সবুজে-শ্যামলে আঁকা দেশ
প্রেমের পরশ মাখা দেশ।
-

ন্যায়-নীতি, মানবতা, সাম্যে আঁকা
মুক্ত আকাশে ওড়া এই পতাকা।
-

হৃদয়ে ধারণ করে তার প্রেরণা
ডেকে যায় আগামীর সম্ভাবনা
চলো যাই ভুলি বিদ্বেষ।
এলো) সবুজে-শ্যামলে আঁকা দেশ
প্রেমের পরশ মাখা দেশ।


কথা: আলি মেজবাহ
সুর ও সঙ্গীত: মাহফুজ বিল্লাহ শাহী