ছলাতে ছলাতে ঢেউ

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

ছলাতে ছলাতে ঢেউ ভেঙে যায় পদ্মা নদীর কূলে
তর তরাইয়া চলে নেীকা পালের বাদাম তুলে ।

 

আল্লাহ আল্লাহ বলে মাঝি যায়রে নদীর ঘাটে
দেখে দেখে যাইরে আমি ঘাটের পরে ঘাটে
আমার মাঝি কবে আইবো হৃদয় দুয়ার খুলে ।

 

জোয়ার ভাটায় নাও বাইয়া যায় পদ্মা নদীর মাঝি
আমায় তুমি সঙ্গে নিও থাকো যদি রাজি
পারের আশায় বইসা আছি দিন দুনিয়া ভুলে ।

 

সময় বইয়া যায় রে মাঝি ফিরে  নারে নীড়ে
মাঝ দরিয়ায় চাইয়া আছি বইসা নদীর তীরে
জীবন নদী হারায় আমার সময় তরী দুলে ।

 

কথা : আফসার নিজাম
সুর : মালিক আবদুল লতিফ