বাংলা বর্ণমালা

সাইমুম শিল্পীগোষ্ঠী


 ******** লিরিক্স ********

ক- এ কলা খ- এ খাই
এত বেশি খেতে নাই
গ- এ গরু ঘ- এ ঘাস
কত ঘাস খেতে চাস ?
ঙ বলে কোলাব্যঙ সারাদিন ঘ্যাঙ ঘ্যাঙ
ক খ গ ঘ ঙ ।।

 

চ- এ চোখ ছ- এ ছল
চোখ দুটো ছলছল
জ- এ জল ঝ- এ ঝিল
কত জল ঝিলমিল
ঞ বলে মিঞা ভাই ভয় নাই ভয় নাই
চ ছ জ ঝ ঞ ।।

 

ট- এ টুপি ঠ- এ ঠিক
হেরে গেলি ঠিকঠিক
ড- এ ডাল ঢ- এ ঢোল
ডাকে ঢোলে সোরগোল
তালু আর জিভে মিলে হল মূধণ্য ণ ।
ট ঠ ড ঢ ণ ।।

 

ত- এ তুমি থ- এ থামি
থামব নাকি আমি
দ- এ দাঁত ধ- এ ধার
কার দাঁতে কত ধার ?
দাঁতে আর জিভে মিলে হল দন্তন্য ন ।
ত থ দ ধ ন ।।

 

প- এ পাপ ফ- এ ফল
রাজা গেল রসাতল
ব- এ বোন ভ- এ ভাই
কত বোন কত ভাই
ম- এ মাটি ম- এ মা
মাটি আমার মা
প ফ ব ভ ম ।।

 

য- এ যাবে র- এ রথ
রথ যাবে ছাড়ো পথ
ল- লাল ব- বাতি
জ্বলছেরে লালবাতি
তালব্য শ- এ বলে বেশি বেশি কেন নেবে ।
য র ল ব শ ।।

তালু আর জিভে মিলে
মুর্ধ্যণ-ষ
দাঁতে আর জিভে মিলে
হ্য় দন্ত-স
ষ-এ ষাড় স-এ সাত
পালা সাপ ওরে বাপ
ঝোপ বুঝে কোপটা মারব।।

 

হ-এ হাতি ড়-এ বড়
হাতি দেখ কত বড়
ঢ-এ ফোটা দিলে ঢ়
মধু বড় গাঢ়
ৎ-এ কুপোকাৎ
মাৎ করে বাজিমাৎ
অ আ চন্দ্রবিন্দু।।

------------------------------------- 

ছড়া গান | বাংলা বর্ণমালা
শিল্পীঃ মাফরুহা বিনতে শাকুর
কথা ও সুরঃ খান আতাউর রহমান