বৈরী বাতাসে লাগাম ধরার

সমন্বিত সাংস্কৃতিক সংসদ (সসাস)

বৈরী বাতাসে লাগাম ধরার

শপথ নিয়েছে যারা

জীবনের কোন প্রাপ্তি হারিয়ে

ব্যথিত নয়কো তারা

যারা শুধু চায় রবের ভক্তি

এ পথে চলার অসীম শক্তি

প্রতিদান তার প্রভুর কাছে তো সুখের নহর ধারা

 

বাতাসে লাগাম ধরতে সে তাই

ছুটে যায় ঝড়–তুফানের মাঝে

দমকা বাতাস ঝঞ্ঝা ও ত্রাস

পরাজিত তারে কভু করে না যে

বুক জুড়ে থাকে অসীম কু’য়াত

মুখ জুড়ে হাসি উদার ফুয়াদ

আলেয়ার কোন পিছুটান তাকে করে নাতো দিশেহারা

 

আকাশে মেঘের গর্জনে তাই

স্রোতস্বিনী কভু যায় নাকো থেমে

সূর্যের শত প্রখরতায়ও কি

ভাটা পড়ে নদী-সাগরের প্রেমে?

নদীর বুকে যে স্রোতের শপথ

বহাল রাখে সে গতির স্বপদ

চিরদিন ছুটে ছুটে চলেছে হয়ে সে পাগলপারা

 

কথা ও সুর: মাহফুজ বিল্লাহ শাহী