গানের স্বরলিপি

জগৎ পতির প্রেমে

উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট

জগৎ পতির প্রেমে নীল নভে

নিশানাথ শোভামান
নির্ঝরিনি বহে আপন মনে
কলতানে গায় গুনগান

আল্লাহু আল্লাহু আল্লাহু

আল্লাহু আল্লাহু আল্লাহ মহান ।

 

ঝাঁক ঝাঁক প্রজাপতি রঙিন পাখা 
নিপুণ কারুকাজ লুকিয়ে রাখা
ডালে ডালে মহুয়া আর কামিনি
সুবাসে ভরায় এ প্রাণ। 

 

নিরব বনে শুনি পাখির কুজন 
জলনিধি তার নামে তোলে গর্জন

গোধুলি বিকেল আর রাঙা মেঘ 
তার করুণার দান।
 

কথা: মাহিউদ্দিন ফাহাদ 
সুর: নিয়াজ মাখদুম

হাজার স্বপ্ন ছিল

শেখ আবুল কাসেম মিঠূন

হাজার স্বপ্ন ছিল যে আমার জাহেলী জীবনে
অন্তর ছিল অস্থির আর অশান্ত অকারণে।

 

ধন মান আর সম্পদ ঘিরে

স্বপ্নগুলো কিলবিল করে
নিশিদিন যেন রক্ত ঝরে

কালসাপের দংশনে।

 

মরণের পরে যেন নাম থাকে মানুষের অন্তরে
বুদ্ধি আর শ্রমের যত ঘাম সেদিকেই ছুটে মরে
জাহেলী জীবনের এই অন্ধকার
তীর নেই কূল নেই যেন সিমাহীন চরাচর
প্রতিযোগিতায় মত্ত এতে দুনিয়ার ইনসানে।

 

হাজার স্বপ্ন ছিল বড় হবার
হাজার স্বপ্ন ভোগ বিলাসিতার
হাজার স্বপ্ন দুহাতে কুড়াবার সুখ সম্ভার


দুনিয়ার বুকে শুধু একটাই খোয়াব আছে দেখবার
ইসলাম দিল সুখের সে খবর মানুষকে ভালোবাসবার
আল কোরআনের অন্তরে এই যে সত্যের
দিশা পেয়ে বুঝেছি এযে শান্তির অঙ্গিকার
সার্বজনীন সত্য এটাই দুনিয়ার কল্যাণে।


কথা ও সুর: শেখ আবুল কাশেম মিঠুন
 

আল্লাহ তোমার দয়ায়

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

আল্লাহ তোমার দয়ায় গড়া
এই পৃথিবীর আকাশ মাটি
নিজের মতন গড়লে তুমি
সাজানো গোছানো পরিপাটি ।

 

তোমার নামের সূর্য ওঠে
তোমার নামে শাপলা ফোটে
তোমার নামে ভ্রমর ছোটে
ফুলের মধু নিতে পরম খাটি ।

 

মাঠের চাষি আজান শুনে
ছুটে যে চলে তোমার টানে
পাখিরা বলে তাদের গানে
আল্লাহ তায়ালার সৃজন খাটি ।

 

কথা ও সুর : আমিরুল মোমেনীন মানিক
 

আজব একটা মানব

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

আজব একটা মানব ঘড়ি
কার হুকুমে চলেরে মোনো
এই ঘড়িটা থেমে যাবে একদিন সময় হলে
আজব একটা মানব ঘড়ি
চাবি ছাড়াই চলেরে মোনো ।

 

 কে বানালো এমন ঘড়ি কে দিল তার গতি
এই ঘড়িটা চলার পথে নেয়না তো বিরতি
মানব ঘড়ি চলবেনা আর
একবার থেমে গেলে রে মন ।

 

সেকেন্ড মিনিট নাইরে কিছু দেহ ঘড়ির মাঝে
এই ঘড়িটা অবিরত চলছে সকাল সাঁঝে
বন্ধ হবে হঠাৎ একদিন
তার মহিমার বলে রে মন ।

 

মানব ঘড়ি চলবে না আর
মোনোরে একবার থেমে গেলে
বন্ধ হবে হঠাৎ একদিন মোনোরে
তার মহিমার বলে ।

 

কথা ও সুর : আমিরুল মোমেনীন মানিক
 

এই যে আমার

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

এই যে আমার জন্মভূমি
জন্মভূমি বাংলাদেশ
সুজলা সুফলা মমতা জড়ানো
সে যে আমার এই দেশ ।

 

চোখের দৃষ্টি যত দূরে যায়
সবুজ সবুজে ঘেরা দূর নীলিমায়
মনের বীণার তারি তারে
কে বাজিয়ে প্রাণে আনে ফাগুনের রেশ ।

 

রাখাল ছেলে আর গাঁয়ের বধু
গল্প কথায় কত যে মধু
ঘাসের ডগায় শিশির কনা
ঝিকি মিকি করে যেন কিশোরির কেশ ।

 

কথা : আমিরুল ইসলাম
সুর : মশিউর রহমান
 

জীবনের সবটুকু

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

জীবনের সবটুকু আশার আলো
একদিন সহসাই নিভে যাবে
কত শত স্বপ্ন হৃদয় মাঝে
সবটাই ফুড়িয়ে যাবে ।

 

মরিচিকার আলো একে কোন লাভ নেই
স্বপ্নের পাখা মেলে কোন লাভ নেই
সব আশার আলো গুলো গুড়িয়ে যাবে ফুড়িয়ে যাবে ।

 

সবুজের সাথে তবু মিশে যেতে হবে
দুনিয়ার রং গায়ে মাখতেই হবে
হৃদয়ের লোভগুলো গুড়িয়ে নেবে বল পুড়িয়ে নেবে ।

 

কথা : হোসাইন আল মামুন
সুর : লিটন হাফিজ