আজব একটা মানব

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

আজব একটা মানব ঘড়ি
কার হুকুমে চলেরে মোনো
এই ঘড়িটা থেমে যাবে একদিন সময় হলে
আজব একটা মানব ঘড়ি
চাবি ছাড়াই চলেরে মোনো ।

 

 কে বানালো এমন ঘড়ি কে দিল তার গতি
এই ঘড়িটা চলার পথে নেয়না তো বিরতি
মানব ঘড়ি চলবেনা আর
একবার থেমে গেলে রে মন ।

 

সেকেন্ড মিনিট নাইরে কিছু দেহ ঘড়ির মাঝে
এই ঘড়িটা অবিরত চলছে সকাল সাঁঝে
বন্ধ হবে হঠাৎ একদিন
তার মহিমার বলে রে মন ।

 

মানব ঘড়ি চলবে না আর
মোনোরে একবার থেমে গেলে
বন্ধ হবে হঠাৎ একদিন মোনোরে
তার মহিমার বলে ।

 

কথা ও সুর : আমিরুল মোমেনীন মানিক