গানের স্বরলিপি

আল্লাহ তোমার দয়া

প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী

আল্লাহ তোমার দয়া কত অফুরান 
গানে গানে শেষ হয় না 
নিখিল ভুবন মাঝে
দেখি সকাল সাঁঝে
তোমার করুণা ঘেরা এই দুনিয়া ।

 

শোকর তোমার প্রভু নাহি শেষ হয়
কত সুন্দর করে গড়েছো আমায় 
দিয়েছো সৃষ্টি মাঝে সেরা সম্মান
সবই তোমার করুণা ।

 

অসীম তোমার দয়া তুমি প্রেমময়
অটুট দীনের পথে রাখিও সদায়
দিও গো আমায় তুমি সুখের পরশ
তুমিই তোমার তুলনা ।

 

কথা ও সুর: আবদুস সালাম
 

তুমি রহিম রহমান 

উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম

আকাশ জমীন চাঁদ ছিতারা সবি তোমার দান
সৃষ্টি জীবের বাঁচা মরা তোমারি ফরমান 
তুমি রহিম রহমান, 
তব দয়া অফুরান 

 

সবুজ ভূমি বন-বনানী নদীর কলতান
পাখ-পাখালি ফুল-ফলাদি তোমার অপার দান 
দয়ার সাগর মায়ার সাগর
তুমি মেহেরবান

 

তোমার দানে সাগর মাঝে অথৈ পানির খেলা 
জোছনা রাতে আকাশ জুড়ে চাঁদ ছিতারার মেলা

 

সকাল সাঁঝে সকল সৃষ্টি গায় যে তোমার গান
মিনার থেকে ভেসে আসে তোমার নামের তান 
তোমার দয়ায় রাতে আঁধার 
দিনে আলোর বান


কথা ও সুর: নিয়াজ মাখদুম

রমযান মাস মুমিনের জন্য

উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম

রমযান মাস মুমিনের জন্য বড় নেয়ামাত
রমযাান মাস মুমিনের জন্য সেরা রহমত
সঠিক ভাবে রোযা করলে পালন
প্রভুর প্রতিশ্রুতি দেবে জান্নাত।

 

হাতের রোযা কর পালন 
পালন কর রোযা মনে 
অশ্লীল কথা মুখে বল না
প্রভুকে ডাক প্রতি ক্ষণে
একটি রোযার দাম অনেক বেশী
গোপনে কবুলের কর ফরিয়াদ

 

বেশী বেশী কুরআন পড়
থাক বিরত থেকে গীবত
অশ্লীল দৃষ্টিতে চোখ দিওনা
মুমিন হওয়ার কর শপথ।
একটি রোযার দাম অনেক বেশী
 গোপনে কবুলের কর ফরিয়াদ


কথাঃ মাহিউদ্দীন ফাহাদ 
সুরঃ নিয়াজ মাখদুম

জেগে উঠেছে মুমিন

উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম

ঐ বাগানে ফুটলে বসন্তী ফুল 
ঘ্রাণ পেয়ে মৌমাছি করে গান
জেগে ওঠেছে তেমনি মুমিন
ফিরে এসেছে মাহে রমযান।

 

মাঝ রাতে ঘুম ভেঙ্গে সাহরী নাও খেয়ে 
শেষ রাতে হাত তুলে যা খুশি নাও চেয়ে।
রহমের ভান্ডার সমৃদ্ধ
নেয়ামাত আছে অফুরান

 

শুনবে যখন মিনার হতে আযানের ধ্বনি
থাকবে বিরত খাবার থেকে প্রভুর বাণী।
দিন মণি যখন বিলয় হবে 
আহার করবে খুলে প্রাণ

কথাঃ মাহিউদ্দীন ফাহাদ 
সুরঃ নিয়াজ মাখদুম

এসো খুজে নেই নিয়ামাত

উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম

এসো খুজে নেই রহমত বরকত
এসো চেয়ে নেই মাগফিরাত
নাজাত দাও হে মহান
আল্লাহু আল্লাহু আল্লাহ মহান
আহলান সাহলান মাহে রমযান

 

রহিত হয়েছে কবরের আজাব 
এ মাসের সম্মানে সব কিছু মাফ।
এ মাস থেকে শিক্ষা নিয়ে 
দিকে দিকে ফুঁকে দাও সত্যের আযান

 

জান্নাতের সব দরজা খোলা 
জেগে ওঠ ওহে আত্মভোলা।
রোযা কবুলে পাবে বেহেস্ত
অগনিত হুর দেবে সম্মান

 

কথাঃ মাহিউদ্দীন ফাহাদ 
সুরঃ নিয়াজ মাখদুম

হাজার মাসের চেয়ে উত্তম

উন্মোচিত রাইয়ান - ব্যতিক্রম

হাজার মাসের চেয়ে উত্তম মাস হলো মাহে রমযান
যেই মাস মুমিনের আনন্দে নেচে ওঠে প্রাণ।

 

দীর্ঘ সময় ধরে অপেক্ষা করে 
আসবে কবে রহমের মাস ফিরে 
রহমতের মাস হলো মহে রমযান

 

একটি ফরজে সত্তোর গুণ পাবে পুণ্য 
সেরা সুযোগ পাপী তাপীর জন্য ।

 

রহম ঢেলে দেন মুমিনের পরে 
আযাজিল কে প্রভু আবদ্ধ করে।
মাগফিরাতের মাস হলো মাহে রমযান


কথা ও সুর: নিয়াজ মাখদুম