জেগে উঠেছে মুমিন

উন্মোচিত রাইয়ান-ব্যতিক্রম

ঐ বাগানে ফুটলে বসন্তী ফুল 
ঘ্রাণ পেয়ে মৌমাছি করে গান
জেগে ওঠেছে তেমনি মুমিন
ফিরে এসেছে মাহে রমযান।

 

মাঝ রাতে ঘুম ভেঙ্গে সাহরী নাও খেয়ে 
শেষ রাতে হাত তুলে যা খুশি নাও চেয়ে।
রহমের ভান্ডার সমৃদ্ধ
নেয়ামাত আছে অফুরান

 

শুনবে যখন মিনার হতে আযানের ধ্বনি
থাকবে বিরত খাবার থেকে প্রভুর বাণী।
দিন মণি যখন বিলয় হবে 
আহার করবে খুলে প্রাণ

কথাঃ মাহিউদ্দীন ফাহাদ 
সুরঃ নিয়াজ মাখদুম