গানের স্বরলিপি

গানকে ভালোবাসে যারা

প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী

গানকে ভালোবাসে যারা
গানকে ভালোবাসে
সুরকে নিয়েই তাদের খেলা 
সুরের কাছে আসে 
ফুলকে ভালোবাসে যারা ফুলকে ভালোবাসে
সুবাস ভালোবাসে তারা সুবাস ভালোবাসে ।

 

আমার মনে ঢেউ খেলে যে গানের সমুদ্দুর
কে দিয়েছে এত্তো গানের মিষ্টি মধুর সুর
কার ইশারায় ওই আকাশে মেঘের ভেলা ভাসে
কোন সে ভালোবাসার টানে বৃষ্টিধারা আসে ।

 

সবচেয়ে বড় ভালোবাসার যিনি কারিগর 
তিনি হলেন আল্লাহ মহান স্রষ্টা নিরন্তর
তাকে ভালোবাসে যারা তাকে ভালোবাসে
সকল গানে সকল সুরে তাকে নিয়ে আসে ।

এদেশের শিশু আমরা

প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী

এদেশের শিশু আমরা সবাই
অধিকার সবার আছে
সোনার অলংকার দেশের বুকে
উজ্জ্বল হয়ে ভাসছে
আমাদের অধিকার চাই
আমাদের প্রতিদান চাই
আমরা সুন্দর পৃথিবীতে
সুন্দর থাকতে চাই ।

 

প্রতিদিন সকালে সূর্য ওঠে
সূর্যমুখী ওঠে হেসে
আমরাও চাই রাঙিয়ে যেতে
সকালকে ভালোবেসে
যাদের বই নিয়ে যাওয়ার কথা স্কুলে 
তারা কেন কাঁধে বোঝা নিয়ে 
চলছে কাদামাটি জলে
আমরা পড়তে চাই 
আমরা খেলতে চাই ।

 

সাগরের স্রোতের মত যায় রে ভেসে
দুখী ফুলের মত শিশু 
আমরা হবো ফুলের বাগান
পঁচা নর্দমা ফেলে পিছু
শিশুরাই আগামীর স্বপ্নেরই জাল বোনে
তারা আর কাঁদবে না শত বেদনায়
ছুটবে আগামীর পানে
আমাদের স্বাধীনতা চাই
যেন মুক্ত বাতাস পাই ।

 

কথা ও সুর: এস. এম. মঈনুল ইসলাম
 

রাতের ওই আকাশে

প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী

রাতের ওই আকাশে চাঁদের পরী পাশে
হাজার হাজার তারা করছে খেলা
নদী ও সাগরে দেখ দু’চোখ মেলে
হাজার হাজার ঢেউ দিচ্ছে দোলা 
এ যে সৃষ্টির খেলা ।


বাতাসেতে খেলা করে গাছের পাতা
শিশু নিয়ে খেলা করে শিশুর মাতা
সূর্যটা পূর্ব থেকে পশ্চিমে যায়
দিনের আলোর খেলা শেষ হয়ে যায় ।


নেক আর পাপ নিয়ে মানুষের মেলা 
এ পাড়ের খেলা শেষে ও পাড়ের খেলা 
নেকের ভাগীরা পাবে ফুলের মালা 
পাপের ভাগীরা পাবে দোজখের জ্বালা ।

নিঝুম দুপুরে

প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী

নিঝুম দুপুরে প্রতিটি সন্ধ্যায়  
পাখিরা সুরে সুরে গায়
এমন দেশটি এই পৃথিবীর 
আর তো কোথাও নাই ।


বহুদূর থেকে যে নদী বয়ে যায়
কলকল তানে বলে যায় 
এমন দেশটি এই পৃথিবীর 
আর তো কোথাও নাই ।


ফাগুনের ফুলে ওই ভোমরা দোল খায়
গুন গুন সুরে গেয়ে যায়
এমন দেশটি এই পৃথিবীর 
আর তো কোথাও নাই ।


আযানের সুর প্রতি ঘরে ধ্বনিত হয়
বিধাতার গুনগান গায়
এমন দেশটি এই পৃথিবীর 
আর তো কোথাও নাই ।


কথা ও সুর: এস. এম. মঈনুল ইসলাম
 

ত্রিভুনের প্রিয় মোহাম্মদ

প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী

ত্রিভুনের প্রিয় মোহাম্মদ 
এলো রে দুনিয়ায়
আয় রে সাগর আকাশ বাতাস
দেখবি যদি আয় ।


ধূলির ধরা বেহেশতে আজ
জয় করিল দিল রে লাজ
আজকে খুশির ঢল নেমেছে
ধূসর সাহারায় ।


দেখ আমিনা মায়ের কোলে
দোলে শিশু ইসলাম দোলে
কচি মুখে শাহাদাতের
বাণী সে শোনায় ।


আজকে যত পাপী ও তাপী
সব গুনাহের পেল রে মাফি
দুনিয়া হতে বে-ইনসাফী
জুলুম নিল বিদায় ।


নিখিল দরুদ পড়ে লয়ে নাম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
জ্বীন পরী ফেরেশতা সালাম
জানায় নবীর পায় ।


কথা ও সুর: কাজী নজরুল ইসলাম
 

ভালো কাজের ভালো ফল 

প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী

ভালো কাজের ভালো ফল 
মন্দ কাজে মন্দ
ভালো কাজের মধ্যে আছে 
মনের মত ছন্দ ।


বাতাস ভালো কাজ করে তাই
আমরা নিঃশ্বাস নেই
বিনিময়ে নিঃশ্বাসের বিষ
আমরা ঢেলে দেই
কিন্তু বাতাস করে না তো 
কোন রকম দ্বন্দ।


নিজের কষ্ট সয়ে যারা 
অন্যের কষ্ট তাড়ায়
তারাই বন্ধু এই সমাজের
সৌন্দর্যটা বাড়ায় ।


তুমি যদি না ভালো হও
তবে তোমার সঙ্গী
মিলে তোমরা দু’জন হবে
খারাপ পথের জঙ্গী
এমনিভাবে একে একে
আলোর পথ হয় বন্ধ ।


কথা: মতিউর রহমান মল্লিক
সুুর: জাফর সাদেক