এদেশের শিশু আমরা

প্রিয় হতে চাই-সাইমুম শিল্পীগোষ্ঠী

এদেশের শিশু আমরা সবাই
অধিকার সবার আছে
সোনার অলংকার দেশের বুকে
উজ্জ্বল হয়ে ভাসছে
আমাদের অধিকার চাই
আমাদের প্রতিদান চাই
আমরা সুন্দর পৃথিবীতে
সুন্দর থাকতে চাই ।

 

প্রতিদিন সকালে সূর্য ওঠে
সূর্যমুখী ওঠে হেসে
আমরাও চাই রাঙিয়ে যেতে
সকালকে ভালোবেসে
যাদের বই নিয়ে যাওয়ার কথা স্কুলে 
তারা কেন কাঁধে বোঝা নিয়ে 
চলছে কাদামাটি জলে
আমরা পড়তে চাই 
আমরা খেলতে চাই ।

 

সাগরের স্রোতের মত যায় রে ভেসে
দুখী ফুলের মত শিশু 
আমরা হবো ফুলের বাগান
পঁচা নর্দমা ফেলে পিছু
শিশুরাই আগামীর স্বপ্নেরই জাল বোনে
তারা আর কাঁদবে না শত বেদনায়
ছুটবে আগামীর পানে
আমাদের স্বাধীনতা চাই
যেন মুক্ত বাতাস পাই ।

 

কথা ও সুর: এস. এম. মঈনুল ইসলাম