মনে মনে যিকির
সাইমুম শিল্পীগোষ্ঠী
******** লিরিক্স ********
মনে মনে যিকির সদা
ক্ষণে ক্ষণে শনে শনে (তোমার)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ |
মাখলুকাত সব জপে তোমার নাম
শুকরিয়া প্রভু শ্রেষ্ঠ ইনসান
সব কিছু স্মরে মনপ্রাণ ভরে
লা শারিক আল্লাহ |
এই জীবনের দুঃখ গ্লানি
হতাশার সব বোঝা টানি
যখনই চেয়েছি তোমার কাছে
কষ্টের সব রঙ দিয়েছো মুছে
সুবহান আল্লাহ সুবহান আল্লাহ
সুবহান আল্লাহ সুবহান আল্লাহ |
শান্তির দ্বীন দিলে ধরণীর মাঝে
সিরাত হয় যেন রাসুলের সাজে
আমি চাই যেতে তোমারই পথে
রব্বি আল্লাহ|
কথা,সুর ও শিল্পী: মোরশেদুল ইসলাম