গানের স্বরলিপি

মনে মনে যিকির

সাইমুম শিল্পীগোষ্ঠী

******** লিরিক্স ********

মনে মনে যিকির সদা 
ক্ষণে ক্ষণে শনে শনে (তোমার)
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ |

 

মাখলুকাত সব জপে তোমার নাম 
শুকরিয়া প্রভু শ্রেষ্ঠ ইনসান 
সব কিছু স্মরে মনপ্রাণ ভরে 
লা শারিক আল্লাহ |

 

এই জীবনের দুঃখ গ্লানি
হতাশার সব বোঝা টানি 
যখনই চেয়েছি তোমার কাছে 
কষ্টের সব রঙ দিয়েছো মুছে 
সুবহান আল্লাহ সুবহান আল্লাহ 
সুবহান আল্লাহ সুবহান আল্লাহ |

 

শান্তির দ্বীন দিলে ধরণীর মাঝে 
সিরাত হয় যেন রাসুলের সাজে
আমি চাই যেতে তোমারই পথে
রব্বি আল্লাহ|

 

কথা,সুর ও শিল্পী: মোরশেদুল ইসলাম

যদি কথা দাও বন্ধু

সাইমুম শিল্পীগোষ্ঠী


******** লিরিক্স ********

যদি কথা দাও বন্ধু
দ্বীনের পথে দৃঢ় থাকবে
যদি কথা দাও দ্বীন কায়েমে
অগ্রনী ভূমিকা রাখবে
তবে তোমাকেই গান শুনাবো
যে গানে হৃদয়টা জাগবে।

 

আমার গানে যদি তোমার প্রাণেে
ঈমানী দ্বীপ্তি ছড়ায়
আমার সুরে যদি সবার মনে
জিহাদী প্রেরণা জোগায়।
তাহলে আমার এ কন্ঠ
আন্দোলনের কাজে লাগবে।

 

আমার এ গান যদি জাগাতে পারে
মুক্তির নব চেতনা
আমার এ সুর যদি ভোলাতে পারে
আঘাতের শত বেদনা।
তাহলে আমার এ কন্ঠ
সকল বাধাকে রুখবে।

--------------------------

শিল্পী: রা'আদ ইজামা
কথা: মোকাররম হোসাইন
সুর: দিদারুল ইসলাম।
 

ওরে কে বলে

সাইমুম শিল্পীগোষ্ঠী

******** লিরিক্স ********
ওরে কে বলে আরবে নদী নাই
যথা রহমতের ঢল বহে অবিরল
দেখি প্রেমে-দরিয়ার পানি
  যেদিকে চাই।।

 

যাঁর ক্বাবা ঘরের পাশে আব-এ-জমজম
যথা আল্লা-নামের বাদল ঝরে হরদম,
যার জোয়ার এসে দুনিয়ার দেশে দেশে
(ওরে) পুণ্যের গুলিস্তান রচিল দেখিতে পাই।।

 

যার ফোরাতের পানি আজো ধরার ‘পরে
নিখিল নর-নারীর চোখে ঝরে
(ওরে) শুকায় না যে নদী দুনিয়ায়

 

যার শক্তি বন্যার তরঙ্গ-বেগে
যত বিষণ্ন-প্রাণ ওরে আনন্দে উঠল জেগে
যাঁর প্রেম-নদীতে,যাঁর পুণ্য-তরীতে
  মোরা ত'রে যাই।।

ঐক্যের বাঁধ

প্রত্যয় শিল্পীগোষ্ঠী

ছিড়ে ফেলে বিভেদের জাল জিঞ্জির

চলো বাঁধি ঐক্যের বাঁধ,

রক্তের দামে কেনা দেশ রক্ষায় আজ

মিলাই সবে কাঁধে কাঁধ।!

 

সম্ভ্রমহারা বোন আহাজারি করে,

ভয়ে সংকিত থাকে মা আমার ঘরে! 

আড়ালে গুমড়ে কাঁদে মানবতা আজ 

মুখ ঢাকে স্বাধীনতা পেয়ে শত লাজ!

লজ্জারা নিজেরাও লজ্জিত হায় 

দেখে  অন্যায় অপরাধ!!

 

আর কত মা তার সম্মান হারালে

জাগবে তুমি বল জাগবে,

বিবস্ত্র বোনের ঐ আহাজারি শুনেও

এখনো কি চেয়ে চেয়ে থাকবে।

 

রক্ত ঘামে গড়া তিলে তিলে এই দেশ,

বিষাক্ত ছোবলে হতে দেবো না শেষ!

বাঁকা চাহনির ভয় ছুড়ে ফেলো দূরে

দাড়াও বীরের বেশে সম্মুখে ঘুরে।

জাতি-ধর্ম আজ নির্বিশেষে

এক হও কর প্রতিবাদ!!

 

কথা ও সুর: আ খ ম মুস্তাফিজুর রহমান

মাছরাঙ্গা দেখেছো কি

সাইমুম শিল্পীগোষ্ঠী

 ******** লিরিক্স ********

মাছরাঙ্গা দেখেছো কি রঙ্গিন ডানা ?

উড়ে উড়ে রঙ্গিন ডানা মেলে।

কিছুক্ষণ তাক করে

পড়ে জলে ঝপ করে

একটি করে মাছ ধরে ফেলে।

 

তুমিও ঠিক তেমনি করে

একটি করে পাপ ধরে ধরে

ছুঁড়ে ফেলো অনেক দূরে

পাপের বোঝা ভারী হয়ে গেলে।

 

মনের কোনে যদি শয়তানী সুর

রিনিঝিনি রিনিঝিনি বাজায় নুপুর,

 

বাবুই পাখির মতো জোনাকী ধরো

দেখবে আলোয় ভোরে গেছে মনপুর।

 

কাকের মতো করে ময়লা কুড়াও

জীবন থেকে সেসব উড়াও উড়াও।

সজীব সতেজ হবে মনের যমিন

ঐশী বাতি যদি দাওগো জ্বেলে।

 

কথা ও সুর : আব্দুস শাকুর তুহিন

শিল্পী: জাইমা নূর

------------------------------------- 

মাগো আমার অনেক কিছু

সাইমুম শিল্পীগোষ্ঠী

মাগো আমার অনেক কিছু

জানা হলো না

নীল পরী আর ডাইনি বুড়ি

ভালো লাগে না।।

 

সত্যি করে বলবে কি মা 

রাতের আকাশে 

লক্ষ তারা রুপালি চাঁদ 

কত থেকে আসে ?

সাত সকালে যায় লুকিয়ে

কোথায় জানিনা।।

 

নিত্য ভোরে সূর্যটারে 

কোন সে বিজ্ঞানী 

পাতালপুরে রাজ্য থেকে

আনে গো টানি

তা না হলে লুকিয়ে যেতাম 

খুঁজে পেতে না।।

 

কথা ও সুর:  তাফাজ্জল হোসাইন খাঁন

শিল্পী: মুসাইবা ইসলাম নুসরাত