ঐক্যের বাঁধ

প্রত্যয় শিল্পীগোষ্ঠী

ছিড়ে ফেলে বিভেদের জাল জিঞ্জির

চলো বাঁধি ঐক্যের বাঁধ,

রক্তের দামে কেনা দেশ রক্ষায় আজ

মিলাই সবে কাঁধে কাঁধ।!

 

সম্ভ্রমহারা বোন আহাজারি করে,

ভয়ে সংকিত থাকে মা আমার ঘরে! 

আড়ালে গুমড়ে কাঁদে মানবতা আজ 

মুখ ঢাকে স্বাধীনতা পেয়ে শত লাজ!

লজ্জারা নিজেরাও লজ্জিত হায় 

দেখে  অন্যায় অপরাধ!!

 

আর কত মা তার সম্মান হারালে

জাগবে তুমি বল জাগবে,

বিবস্ত্র বোনের ঐ আহাজারি শুনেও

এখনো কি চেয়ে চেয়ে থাকবে।

 

রক্ত ঘামে গড়া তিলে তিলে এই দেশ,

বিষাক্ত ছোবলে হতে দেবো না শেষ!

বাঁকা চাহনির ভয় ছুড়ে ফেলো দূরে

দাড়াও বীরের বেশে সম্মুখে ঘুরে।

জাতি-ধর্ম আজ নির্বিশেষে

এক হও কর প্রতিবাদ!!

 

কথা ও সুর: আ খ ম মুস্তাফিজুর রহমান