গানের স্বরলিপি

কামলিওয়ালা পেয়ারা নবী

বিসমিল্লাহ-সাইমুম শিল্পীগোষ্ঠী

কামলিওয়ালা পেয়ারা নবী সাল্লি আলা মোস্তফা
তোমারি আগমনে হাসলো মরু সাহারা
তোমার নামে বুলবুলিরা গাইলো প্রথম গান
সেই সুরেতে ব্যাকুল হল সারাটা জাহান।


তুমি যে নূরের নবী ধ্যানের ছবি
তোমার রূপে পাগলপারা হাজারো কবি
সুরকার সুর বাঁধলো শিল্পী তোলে গান
সেই গানেতে মাতলো ভুবন ভরলো মন প্রাণ।


এলে তুমি অন্ধকারে আলো ফুটিয়ে
জাহিলি দ্বন্দ্ব যত দিলে মিটিয়ে
অমানিশা ঘোর আঁধারে পুর্ণিমারি চান
রাসূল নামের পরশ পেয়ে ছুটলো আলোর বান।


কথা: খালিদ সাইফ
সুর: আবু রায়হান 

এসো গাই আল্লাহ নামের

সাইমুম শিল্পীগোষ্ঠী

তনু মনে তুলবো তুমুল
তুর্য্য তাল ও তান
এসো গাই আল্লাহ নামের গান
এসো গাই গানের সেরা গান।

 

পাখনা মেলে উড়লে পাখী
গায় কি ও নাম ডাকি ডাকি
আকাশ নীলে মেঘের ভেলা
নিত্য চলমান।

 

ঢেউ সে দুলে দুলে বুঝি
সাত সাগরে বেড়ায় খুঁজি
ঐ নামেরই অরূপ রতন
হীরা ও কাঞ্চন।

 

মাঠে মাঠে বনে বনে
সবুজ সবুজ আলাপনে
ঐ নামেরই আলোক ধারা
যমীন ও আসমান।

 

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক
 

সিদ্দিকে আকবর

ইসলামী সংগীত-১ সাইমুম শিল্পীগোষ্ঠী

সিদ্দিকে আকবর ইবনে কুহাফা
রাসূলের অবিকল ছায়াছবি
দীনের তরে কে আর এমন 
উজাড় করে দিলো যা কিছু সবই ।


রাসূলের অনুগত কে আর এমন 
রাসূলের প্রিয়তম কে আর এমন 
রাসূলের ডাকে সদা তৈরি থাকেন 
রাসূলের নীতিমালা অটুট রাখেন
হিজরতে দ্বিধাহীন দৃপ্ত সাহসী
আমাদের চির চেনা কোন সাহাবী।


রাসূলের জীবনের ব্যাখ্যা তিনি 
আমরণ সংগ্রামে সংগী তিনি 
রাসূলের রাষ্ট্রের স্থপতি 
সন্ধ্যা তারার মতো ধ্রুব জ্যোতি
তার হাতে হলো শেষ মিথ্যা বাতিলী
ধোঁকাবাজ যত সব ভন্ড নবী ।


কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

মেঘনারে তুই ভাইঙ্গা

সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

মেঘনারে তুই ভাইঙ্গা নিলি মোহন পুরের চর
যে জন আমার আমার আপন ছিল করলি তারে পর ।


মেঘনারে তোর নাইরে দয়া নাইরে হৃদয় মোন
আমার স্বপ্ন সাধ ভুলিলি তুই করলি নির্বাসন
ভালবাসা সংসার ভাঙলি ভাংলি বসত ঘর ।

 
মেঘনারে তুই কাইরা নিলি পেটের আহার ধান
কাইরা নিলি হালের বলদ নিলিরে সন্তান
তবুও তোর মিটলনা স্বাদ ভাংলিরে অন্তর ।


মেঘনারে তুই ভাংতে পারিস সাজানো সংসার
তবে একজন গড়তে পারে সবকিছু আবার
বুকের মাঝে সেজন থাকে বাইন্ধা বসত ঘর ।

 

কথা : আফসার নিজাম
সুর : মালিক আবদুল লতিফ

এই দেশ আমার

সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

এই দেশ আমার প্রিয় জন্মভূমি
এই মাটি আমার কত পূণ্য তুমি
এই দেশেতে জন্ম নিয়ে ধন্য হলাম ধন্য আমি ।


গাছের ডালে দোয়েল শ্যামা ডাকে মুহুমুহু
শাপলা শালুক ফোটে বিলে ঝিলে
পাপিয়া কোকিল ডাকে কুহুকুহু
কত ভালবাসি  এই দেশটাকে
জানে সেই অন্তরযামী ।


সবুজ শ্যামল প্রকৃতি ঘেরা এই দেশ
যত দেখি বিশ্বয় মেলে দুটি আঁখি
লাগে যেন বেশ


রাতের আঁধার কেটে জোনাকিরা আলো ছড়ায়
নদী যায় দোল খেয়ে সাগরে বয়ে
দেখে যে দুচোখ জুড়ায়
কত ভালবাসি এই দেশটাকে
জানে শুধু অন্তর্যামী ।


কথা ও সুর: মশিউর রহমান মামুন

চারিদিকে আঁধার

সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

চারিদিকে আঁধার আজি আঁধারের খেলা
আলোর দিশা  খোঁজে মজলুম মানবতা ।


প্রতিদিন আহত হয় শান্তির পায়রা
শিকার খোঁজে ফেরে হিংস্র ডাইনিরা
নিশানা তাদের শুধু হোক কালিমা ।


আফগানিরা হয়েছে শিকার
ফিরে দেখার তা নেই কেউ আর


কোথা সেই মুসলিম খালিদের জাত
তাকবির দিয়ে ভাঙ্গো আঁধারের রাত
গুড়িয়ে দিতেই হবে জালিমের শেষ ঠিকানা ।


কথা : আহমদ আল আমিন
সুর : বোরহান মাহমুদ