মেঘনারে তুই ভাইঙ্গা

সুরের ছোঁয়া - হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

মেঘনারে তুই ভাইঙ্গা নিলি মোহন পুরের চর
যে জন আমার আমার আপন ছিল করলি তারে পর ।


মেঘনারে তোর নাইরে দয়া নাইরে হৃদয় মোন
আমার স্বপ্ন সাধ ভুলিলি তুই করলি নির্বাসন
ভালবাসা সংসার ভাঙলি ভাংলি বসত ঘর ।

 
মেঘনারে তুই কাইরা নিলি পেটের আহার ধান
কাইরা নিলি হালের বলদ নিলিরে সন্তান
তবুও তোর মিটলনা স্বাদ ভাংলিরে অন্তর ।


মেঘনারে তুই ভাংতে পারিস সাজানো সংসার
তবে একজন গড়তে পারে সবকিছু আবার
বুকের মাঝে সেজন থাকে বাইন্ধা বসত ঘর ।

 

কথা : আফসার নিজাম
সুর : মালিক আবদুল লতিফ