গানের স্বরলিপি

নীল আসমান নীল

নীল আসমান - হেরাররশ্মি

নীল আসমান নীল আসমান

কথা ও সুর: মুজাহিদ আল মুসা

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

নীল আসমান নীল আসমান
কত সুসমায় ভরা নীল আসমান ঐ
কি আছে অপরুপ এর চেয়ে আর ॥

 

জমিনের এই বিশাল বিছানার উপর ঐ আসমান
ছাদের মত তা আমার প্রভুর মহান নিশান
নীল আসমান আর নীল সাগর
এক হয়ে দিয়েছে অশেষ সুষমা 
কিযে অফুরাণ কিযে অফুরাণ ॥

 

অপার উদার ঐ আকাশ শুধু
আমাদের তরে তার সুষমা বিলায়
এমন উদারতা ধরাতে কি নাই
আলী ওমর আবু বকরের মাঝে পাই

 

চাঁদহারা যে রাতে ধরা থাকে শুধু আধার ছাওয়া
আকাশে তখন মায়াবী হাজার তারার মেলা
অযুত চোখেরি এক আহ্বান
আয় সবে আয় গাই যে শুধু
আল্লাহ মহান আল্লাহ মহান ॥

 

কথা ও সুর: মুজাহিদ আল মুসা

ডায়েরীটা খুলে দেখি 

মাহফুজ মামুন 

ডায়েরীটা খুলে দেখি 
কথাঃ আব্দুল করিম সরকার 
সুর ও শিল্পীঃ মাহফুজ মামুন 

 

ডায়েরীটা খুলে দেখি আমি আমার 
পাতায় পাতায় আঁকা পাপেরই পাহাড় 
জীবনের শেষ ক্ষণে 
বড় আশা এই মনে 
মুক্তির ডায়েরীটা লিখবো এবার ॥ 

 

দূরে ঠেলে দিয়েছি যে স্বর্ণালী ভোর 
কাটেনি আজও তাই জীবনের ঘোর
হৃদয়ের দ্বারে তার বেদনা হাজার

তুলনা নেই যে তোমার

আবু তৈয়ব মেসবাহ - ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট

তাকিয়ে দেখি ঐ আকাশ পানে
দেখি নীলের মেলা
তাকিয়ে দেখি ঐ সাগর পানে 
দেখি ঢেউয়ের খেলা
তোমারি সৃষ্টি তোমারি
তুলনা নেই যে তোমার

 

কথা, সুর ও কণ্ঠ: আবু তৈয়ব মেসবাহ

আলোর আশা

আবু তৈয়ব মেসবাহ - ব্যতিক্রম সাহিত্য সাংস্কৃতিক জোট

আলোর আশা
মতিউর রহমান মল্লিক

নামবে আঁধার তাই বলে কি
আলোর আশা করবো না?
বিপদ-বাধায় পড়বো বলে
ন্যায়ের পথে লড়বো না?

মেঘ দেখে চাঁদ
যায় কি দূরে হারিয়ে?
যায় কি নদী
পাহাড় দেখে পালিয়ে?
হায়-হতাশায় মরবো শুধু
আশায় হৃদয় ভরব না?

দুঃখ দেখে তাই বলে কি
স্বপ্ন সুখের দেখতে নেই?
রণাঙ্গনে হার আছে তাই
জেতার কানুন শিখতে নেই?

বজ্রপাতের ভয় আছে তাই বিহঙ্গ
পাখার ভেতর গুটিয়ে রাখে সব অঙ্গ?
ঝড়-তুফানে মরবো বলে
সাগর পাড়ি ধরবো না?