ডায়েরীটা খুলে দেখি 

মাহফুজ মামুন 

ডায়েরীটা খুলে দেখি 
কথাঃ আব্দুল করিম সরকার 
সুর ও শিল্পীঃ মাহফুজ মামুন 

 

ডায়েরীটা খুলে দেখি আমি আমার 
পাতায় পাতায় আঁকা পাপেরই পাহাড় 
জীবনের শেষ ক্ষণে 
বড় আশা এই মনে 
মুক্তির ডায়েরীটা লিখবো এবার ॥ 

 

দূরে ঠেলে দিয়েছি যে স্বর্ণালী ভোর 
কাটেনি আজও তাই জীবনের ঘোর
হৃদয়ের দ্বারে তার বেদনা হাজার