গানের স্বরলিপি

যেমন তুমি দিলে যমিন

জনপ্রিয় ইসলামী গান

যেমন তুমি দিলে জমিন

কথা : মউর রহমান মল্লিক

সুর: মশিউর রহমান

 

যেমন তুমি দিলে জমিন দিয়েছ আসমান
সুখের সমাজ গড়তে দিলে তেমনি কোরআন
তোমার দয়া অফুরান ।।

তৃষ্ণা নিবারণে দিলে, স্বচ্ছ স্বাদু পানি
জঠর জ্বালা জুড়াতে আর ফল ও ফসল জানি
পথের দিশায় তেমনি দিলে, রাসূলে আকরাম ।।
তোমার দয়া অফুরান।

তুমি দিলে চোখের আরাম, শান্ত নদীর বাক
গাছ গাছালির শাখায় শাখায় পাখপাখালির ডাক

বৃষ্টি ঢেলে জীবন দিলে শুকনো মাটির বুকে
আদর সোহাগ দান করেছ, নানা রঙের দুঃখে
দান করেছ তেমনি তুমি জ্ঞান আরও বিজ্ঞান ।।
 

আল্লাহ্ আমার রব

জনপ্রিয় ইসলামী সংগীত

আল্লাহ আমার রব 

কথা ও সুর: তোফাজ্জল হোসাইন খান

 

 

 

আল্লাহ আমার রব 
এই রবই আমার সব
দমে দমে তনু মনে তারই অনুভব ।।
 
তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই
থৈ নিয়ামতে ডুবে আছি সবাই
পাক-পাখালির গানে শুনি তাসবিহ্ কলরব ।।
 
আকাশের সুনীলে ধরনীর সবুজে
অবুঝ এই হৃদয়ে, আছো গো লুকিয়ে
 
তোমার মদদ পেলে আমি আর না কিছু চাই
তোমার প্রেমের অনল আমি কি দিয়ে নেভাই
যার হয়েছো তুমি তার নেই যে পরাভব ।।

দেশকে ভালোবাসি আমি

লাল ফড়িং, সসাস

দেশকে ভালোবাসি
কথা: মোশাররফ হোসেন খান
সুর: মশিউর হমান
শিল্পী: কোরাস

 

দেশকে ভালোবাসি আমি
দেশকে ভালোবাসি
দেশের জন্য বুকের ভেতর
স্বপ্ন রাশি রাশি ॥

 

গাছ-গাছালি সবুজ মাঠ
বাড়ির পাশে পুকুর ঘাট
ফসল ভরা ক্ষেতের সুবাস
বুক ভরে নেয় চাষী॥

 

জেলে মুটে কামার কুমার
দেশটা ভাই সমান সবার
রাখাল ভাইয়া দূরের মাঠে
বাজায় মিলন বাঁশি॥

 

ভালোবাসি দেশের মাটি
সোনার চেয়ে অনেক খাঁটি
যে মাটিতে জন্ম আমার
যে মাটিতে কান্না-হাসি
সেই মাটিতে স্বপ্ন ছড়াই
সেই মাটিকে ভালোবাসি ॥

 

কথা: মোশাররফ হোসেন খান
সুর: মশিউর হমান
 

লাল ফড়িং বলে প্রজাপতিকে

লাল ফড়িং, সসাস

লাল ফড়িং
কথা ও সুর: আমিরুল মোমেনিন মানিক
শিল্পী :কোরাস

সমন্বিত সাংস্কৃতিক সংসদ(সসাস)

 

লাল ফড়িং বলে প্রজাপতিকে
সৃষ্টি কে করেছে তোমায়
প্রজাপতি হেঁসে বলে তোমার প্রভূ যিনি
বানিয়েছেন আমায় ॥

 

আকাশের রংধনু বৃষ্টিকে বলে
জানো কি প্রভূর নাম
বৃষ্টি পেখম মেলে মৃদু হেঁসে বলে
হৃদয়ে খোদার কালাম
ফুল পাখি তরুলতা সবাই বাঁচে
আল্লাহর স্নেহের ছায়ায় ॥

 

জিরাফ প্রশ্ন করে কাকাতুয়াকে
শ্রেষ্ঠ নবীর কি নাম
কাকাতুয়া পাঠ করে দরুদ শরীফ
রাসূলকে জানাই সালাম
ফড়িং প্রজাপতি কিংবা আকাশ
প্রভূর রহমত চায় ॥

 

কথা ও সুর: আমিরুল মোমেনিন মানিক

আমরা একঝাঁক হেরার

নীল আসমান - হেরাররশ্মি

আমরা একঝাঁক হেরার পাখি
কথা : সোহরাব হোসেন জুয়েল

সুর : আব্দুর রাজ্জাক রাজু
অ্যালবাম: নীল আসমান
হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

আমরা একঝাঁক হেরার পাখি
কাবার আলোয় মেলেছি আঁখি
বাঁধা মানিনা পথ চলে যাই
বিজয়ের প্রত্যয় বুকে বেঁধে রাখি ॥

 

শুভ্র সকালে চোখ মেলেছি
রুদ্র দুপুরে পথ চলেছি
বাঁধার কঠিন আঘাত বুক পেতে নেই
সুরের মুর্ছনায় দুঃখ ঢাকি ॥

 

চারিদিকে দেখি ধোঁয়াশা ও কুয়াশা
 কেউ কারও নয় এখানে
হৃদ্যতা ভালবাসা মরে গেছে সব
আছে শুধু হতাশা সেখানে ॥

 

কথা : সোহরাব হোসেন জুয়েল
সুর : আব্দুর রাজ্জাক রাজু

নদ-নদী আর খাল

নীল আসমান - হেরাররশ্মি

নদ-নদী আর খাল পুহুইরের দ্যাশটা মোগো ভাই

কথা ও সুর : মালিক আব্দুল লতিফ

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

নদ-নদী আর খাল পুহুইরের দ্যাশটা মোগো ভাই
হেইয়ার লাইগ্গা কোম টাহাইদ্দা লঞ্চে বাড়ি যাই ॥

 

হাঙ্গা দ্যাশের মানে মোগো রাউগ্গা মানু কয়
কোদা-কুদি বাইজ্জা গ্যালে  পের্থোমে পায় ভয়
শেরে বাংলার নাম না কইলে পাইনা কোন ঠাঁই ॥

 

বেবাক্কে কয় মোগো নাহি ডুইব্বা মরার দ্যাশ
আষাঢ় মাসে নামলে দেওই হ্যাতেই নাহি শ্যাশ
মানিক মিয়ার কথা হোনলে ইকটু ভরন পাই ॥

 

আলেম ভরা মোকামিয়ায় আছে চরমোনাই
একছের আলেম শর্ষিনাতে কোম্মে গ্যালে পাই
দ্যাশ বিদাশে সাঈদীর নাহান আলেমতো আর নাই ॥

 

কথা ও সুর : মালিক আব্দুল লতিফ