নদ-নদী আর খাল

নীল আসমান - হেরাররশ্মি

নদ-নদী আর খাল পুহুইরের দ্যাশটা মোগো ভাই

কথা ও সুর : মালিক আব্দুল লতিফ

অ্যালবাম: নীল আসমান

হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী

 

নদ-নদী আর খাল পুহুইরের দ্যাশটা মোগো ভাই
হেইয়ার লাইগ্গা কোম টাহাইদ্দা লঞ্চে বাড়ি যাই ॥

 

হাঙ্গা দ্যাশের মানে মোগো রাউগ্গা মানু কয়
কোদা-কুদি বাইজ্জা গ্যালে  পের্থোমে পায় ভয়
শেরে বাংলার নাম না কইলে পাইনা কোন ঠাঁই ॥

 

বেবাক্কে কয় মোগো নাহি ডুইব্বা মরার দ্যাশ
আষাঢ় মাসে নামলে দেওই হ্যাতেই নাহি শ্যাশ
মানিক মিয়ার কথা হোনলে ইকটু ভরন পাই ॥

 

আলেম ভরা মোকামিয়ায় আছে চরমোনাই
একছের আলেম শর্ষিনাতে কোম্মে গ্যালে পাই
দ্যাশ বিদাশে সাঈদীর নাহান আলেমতো আর নাই ॥

 

কথা ও সুর : মালিক আব্দুল লতিফ