গানের স্বরলিপি

কত ভালবাসি মাগো

প্রাণ খুঁজে পাই - টাইফুন

কত ভালবাসি মাগো বোঝানো যাবেনা
সব ভালোবাসা ভুলে কেন চলে গেলে মা

মা আমার মা।

 

ফজরের আযান হলে ডাকতে আমায়
ওঠ খোকা দেরি হলো বেলা বয়ে যায়
কেন সে আগের মত আমায় তুমি
ঘুম থেকে ডেকে দিয়ে যেতে পারনা।


জীবনের বয়ে যাওয়া সকল কাজে
হাত ধরে মমতায় বোঝাতো মা যে
কেন মা জননী আবার এসে
মমতার মায়া তুমি দিতে পারনা।

 

কথা: গাজী নয়ন ইসলাম

সুর: আব্দুস সালাম
 

রব কে তোমার দ্বিন

প্রাণ খুঁজে পাই - টাইফুন

রব কে তোমার দ্বিন কি তোমার
রাসুনল তোমার কে
ফেরেস্তা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে।


প্রস্তুতি নাও সেই জওয়াবের লাগি
নামাজ পড়ো রোজা রাখ
জীবন গড়ো ইসলামের পর থাকি
সেথায় তোমার রাসুল বিনে
বন্ধু না মিলিবে।


আল্লাহ তোমার মালিক মাবুদ
এই দুনিয়ার মাঝে
রাসুল যে তাই প্রেরনা বল
তোমার সকল কাজে

রাসুলের আদর্শ পথে চল
কোরান পড়ো হাদিস পড়ো
দ্বিনের কথা তোমার মুখে বলো
আল কোরানের আহবানে
পথ চল নির্ভয়ে।


কথা ও সুর: আব্দুস সালাম

মন কেনো চায়

প্রাণ খুঁজে পাই - টাইফুন

মন কেনো চায় ছুটে যেতে চায়
যেথায় আমার মা জননী
ঘুমে নিরালায়।


সবুজের আলপনা দিয়ে আকা আমার গা
কবিতার মাধুরি নিয়ে লেখে কবিতা
ক্লান্ত দুপুর রাখালিয়া সুরে
পালতোলা নাও যায় সুদুরে গায়।


অপরুপা এই প্রকৃ্তি নাইযে রূপের শেষ
প্রভু যেন আপন হাতে গড়েছে এ দেশ
মা যে হেথায় আছে মাটির ঘরে
স্মৃতি সুধু আমাকে কাদাঁয়।


কথা ও সুর: আব্দুস সালাম

আমার মায়ের কথা

প্রাণ খুঁজে পাই - টাইফুন

আমার মায়ের কথা পড়লে মনে
আধারের মেঘে ঢেকে যায় হৃদয়
শ্রাবনের বারি ধারা দুচোখ ভরে
বেদনার স্মৃতি এসে আমায় কাদায়
মা গো মা গো...।


মায়ের আচল নিয়ে তোমরা যারা
আছো মার স্নেহের ছায়ায়
বুঝবে কি করে বল মা ছাড়া
এ জীবন কতো অসহায়
মায়ের স্নেহের বুঝি নেই তুলনা।


হে রহমান তোমার কাছে শুধু এই মোনাজাত
মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চির জান্নাত

 

স্বার্থ বিহিন এত ভালোবাসা
দেবে কে মায়ের মতন
সার্থের আঘাতে সব কিছু ভাঙে তবু
মায়তো আপন
মায়ের স্নেহের বুঝি নেই তুলনা।

 

কথা ও সুর: আব্দুস সালাম
 

নদীর পানি কত

প্রাণ খুঁজে পাই - টাইফুন

নদীর পানি কত দূরে যাওরে তুমি বইয়া
নাই ঠিকানা নাইরে বাড়ি কত নগর
যাওরে ছাড়ি দুকুলেতে বইয়া।


জনম জনম যাওরে তুমি এপার ওপার করে
তোমার কত দুঃখরে নদী দুকুল থাকে ভরে
তোমার জীবন চলেরে নদী
পানি বুকে লইয়া।


শহর নগর ছাড়িয়া যাও উজান ভাটির খেলা
এইনা সময় থাকরে কাছে দূরে সন্ধা বেলা
তোমার সকাল নাইরে বিকাল
চলা থাকে রইয়া।

 

কথা: নয়ন ইসলাম
সুর: নওশাদ মাহফুজ

আমি চোখ বুজে দেখি

প্রাণ খুঁজে পাই - টাইফুন

আমি চোখ বুজে দেখি আমার এ লাশ
কাফন হয়েছে সারা
সেই লাশ থেকে ভাসে আতরের ঘ্রাণ
কাদিছে আপন যারা।


সবাই দাড়াল জানাজা নামাজে
কিছু পরে সব ফিরে যাবে কাজে
কেমনে একাকি কাটাবো কবরে
আমি যে হলেম সাথী হারা।


আমি তো মনের ভূলেও কখনও 
করিনি নামাজ রোজা
এখন একেকি বইতে হবে 
সকল পাপের বোঝা

মাথার উপরে সূর্য্য আসে 
পায়ের নিচে তামার জমিন
ঐ দোজখের আগুন জলছে
হাঁছে ফেরেস্তারা।

 

কথা ওসুর: সংগ্রহীত