নদীর পানি কত

প্রাণ খুঁজে পাই - টাইফুন

নদীর পানি কত দূরে যাওরে তুমি বইয়া
নাই ঠিকানা নাইরে বাড়ি কত নগর
যাওরে ছাড়ি দুকুলেতে বইয়া।


জনম জনম যাওরে তুমি এপার ওপার করে
তোমার কত দুঃখরে নদী দুকুল থাকে ভরে
তোমার জীবন চলেরে নদী
পানি বুকে লইয়া।


শহর নগর ছাড়িয়া যাও উজান ভাটির খেলা
এইনা সময় থাকরে কাছে দূরে সন্ধা বেলা
তোমার সকাল নাইরে বিকাল
চলা থাকে রইয়া।

 

কথা: নয়ন ইসলাম
সুর: নওশাদ মাহফুজ