গানের স্বরলিপি

আম্মু বলেন পড় রে

ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী

আম্মু বলেন পড় রে সোনা
আব্বু বলেন মন দে
পাঠে আমার  মন বসে না 
কাঁঠালচাঁপার গন্ধে ।


আমার কেবল ইচ্ছে করে
নদীর ধারে থাকতে
বকুল ডালে লুকিয়ে থেকে 
পাখির মত ডাকতে ।


সবাই যখন ঘুমিয়ে পড়ে 
কর্ণফুলীর কোলটায়
দুধ ভরা ওই চাঁদের বাটি
ফেরেশতারা উল্টায়।


তখন আমি ভাবতে থাকি
কেমন করে উড়বো
কেমন করে শহর ছেড়ে 
সবুজ গায়ে ঘুরবো ।


কথা: আল মাহমুদ
সুর: চৌধুরী আব্দুল হালিম
 

মনের বিজয় চাইতে

ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী

মনের বিজয় চাইতে হলে 
জ্ঞানের বিজয় চাই
জ্ঞান যেখানে বোবা বধির
হৃদয় সেথা নাই ।


জ্ঞানের ধনে ধনী যারা 
সকল কিছুর মালিক তারা
বিশ্ব জুড়ে ভুরি ভুরি
তারই প্রমাণ পাই ।


আমরা যে ভাই জ্ঞানের কাঙ্গাল
তাই এত দুঃখ
ঘরে বাইরে তাই তো মোদের
সমান দুর্ভিক্ষ ।


জ্ঞানে গুণে ধনী হলে 
বড় হবে মন তাহলে  
এইসব কথা গান বানিয়ে 
সুর ছড়িয়ে যাই ।


কথা: আসাদ বিন হাফিজ
সুর: সাইফুল্লাহ মানছুর
 

গা শিরশির মন

ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী

গা শিরশির মন ঝিরঝির
পবন নদীর ঢেউ
সেই নদীতে সুরের মাতন 
শুনেছ কি কেউ ।


রাত উজালা তারার মেলা 
চাঁদের হাসি শেষে
মুয়াজ্জিনের কণ্ঠে মধুর
আজান এলো ভেসে ।


মুয়াজ্জিনের আযান বলে
রাত হয়েছে ভোর
আয় রে সবুজ অবুঝ তোরা 
খোল রে এবার দোর ।


মিনার থেকে ডাক এসেছে
আয় রে ছুটে আয়
মিরাজ হবে খোদার সাথে
সময় বয়ে যায় ।


পাখপাখালির কিচির মিচির 
ফুলের সুবাস কয়
নামাজ রোজায় মুসলমানের 
হয় যে পরিচয় ।


কথা: আসাদ বিন হাফিজ
সুর: সাইফুল্লাহ মানছুর
 

সুবহানাল্লাহ গ্লোরী বি

ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী

সুবহানাল্লাহ গ্লোরী বি টু আল্লাহ
সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ।


লুক এট হু মেইড দ্য আর্থ ওয়াইড এন্ড লং
লুক এট হু মেইড দ্য স্কাই সো হোওয়াইট এন্ড টল
লুক এট হু মেইড দ্য সান সো ব্রাইট এন্ড স্ট্রং
লুক এট হু মেইড দ্য মুন অ্যামাঙ সো স্মল ।


লুক এট হু মেইড দ্য লাইট এন্ড এট দ্য ডেইস
লুক এট হু মেইড দ্য স্কাই এন্ড এট দ্য সীস 
লুক এট হু মেইড দ্য মাউন্ট থিংস এন্ড লি ওয়েজ 
লুক এট হু মেইড দ্য প্লান্টস এন্ড এট দ্যাট ট্রিস ।


লুক এট হু মেইড দ্য লায়ন সো ব্রিফ এন্ড স্ট্রং 
লুক এট হু মেইড দ্য ক্যামেল সো ক্রুক বাট নাইস 
লুক এট হু মেইড দ্য জিরাফ ইট  স্ন্যাকস সো লং 
লুক এট হু মেইড দ্য টাইগার 
উইথ হিজ বোথ বোথ স্ট্রাইপস ।


কথা ও সুর: ইউসুফ ইসলাম
 

জন্ম যদি হত

ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী


জন্ম যদি হত মোদের 
রাসূল পাকের কালে
আহা রাসূল পাকের দেশে
মোদের তিনি কাছে টেনে
চুমু দিতেন গালে
আহা কতই ভালবেসে ।


কেউ চড়তাম কাঁধে নবীর
চড়তাম পিঠের পরে
ঘুরিয়ে দিতেন সত্যিকারের 
ঘোড়ার মত করে
গল্প ছলে ভাল কথা 
শুনিয়ে  দিতেন কত
আহা সবার কাছে এসে ।


তাকে সালাম দেবার আগে
সালাম দিতেন মোদের 
খেতে দিতেন যা আছে তাই 
আদর করে রে
ঈদের দিনে হট্টগোলে
মত্ত করলে পাড়া 
তিনি দেখে যেতেন এসে ।


কথা ও সুর: আবুল কাশেম
 

বিস্ময় ভরা দু’টি

ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী


বিস্ময় ভরা দু’টি আঁখি
অবাক আমি চেয়ে থাকি
আর ভাবি
কে কে সে শিল্পী কে ।


সাজানো আছে সব থরে থরে
ফুল ফসল আর বন বনান্তরে
সেই কথা শুধু যায় না বলা
সুরের আবেশে গানে গানে ।


বিনি সুঁতোয় সব গাঁথা মালা
চাঁদের খেলা আর মেঘের ভেলা
আছো কাছে তবু দূরে দূরে
পরশ বুুলিয়ে প্রাণে প্রাণে ।


কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান