আম্মু বলেন পড় রে

ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী

আম্মু বলেন পড় রে সোনা
আব্বু বলেন মন দে
পাঠে আমার  মন বসে না 
কাঁঠালচাঁপার গন্ধে ।


আমার কেবল ইচ্ছে করে
নদীর ধারে থাকতে
বকুল ডালে লুকিয়ে থেকে 
পাখির মত ডাকতে ।


সবাই যখন ঘুমিয়ে পড়ে 
কর্ণফুলীর কোলটায়
দুধ ভরা ওই চাঁদের বাটি
ফেরেশতারা উল্টায়।


তখন আমি ভাবতে থাকি
কেমন করে উড়বো
কেমন করে শহর ছেড়ে 
সবুজ গায়ে ঘুরবো ।


কথা: আল মাহমুদ
সুর: চৌধুরী আব্দুল হালিম