গানের স্বরলিপি

তাঁর ভালবাসা যদি

ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী

তাঁর ভালবাসা যদি পেতে চাও
তবে মানুষেরে ভালবেসে যাও ।


প্রেমের পথে তারে পাবে চিরদিন
ভূখা নাঙ্গা অসহায় দুঃখী দীনহীন
তাদের মাঝে তাঁরে খুঁজে পাবে
মনের দুয়ার যদি খুলে দাও ।


তৃষিত জনে দিলে এক ফোটা জল
বাঁচে যদি তাতে কোন দুর্বল
আনন্দ স্রোতধারা যাবে বয়ে
মনের দুয়ার যদি খুলে দাও ।


কথা: হাসান আখতার
সুর: সাইফুল্লাহ মানছুর 

এক যে ছিল বীর

ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী

এক যে ছিল বীর নামটি তিতুমীর
বাঁশের লাঠি দিয়ে ভাঙতো সে জিঞ্জির ।


করতো লড়াই হেসে দেশকে ভালবেসে
রক্ত ঢেলে ঢেলে হোক না মরণ শেষে ।

 
বাপের ভিটা ঘর দেখ হাজার চর
দস্যু ডাকু মিলে সব করেছে পর ।


নিজের জমাজমি আরো দোকান খনি
এখন যেন সব বাঁশে রাখা মনি ।


ভাবতো বসে তিতু সোনার বরণ ঋতু
আনবো আবার কেড়ে এইটুকু নয় ভীতু ।

 
যেইবা বাঁশের ভার খুলল বাহুর দ্বার 
আগুন ঝরা রাতে কাঁপলো যেদিন রাত ।


দুর্গ বাঁশের ঘরে ভীষণ লড়ে লড়ে 
বীর সে তিতুমীর গোলাপ হয়ে লড়ে ।


শহীদ তিতুমীর আকাশ ছোঁয়া বীর
বাঁশের লাঠি দিয়ে ভাঙতো সে জিঞ্জির ।


কথা: সাজজাদ হোসাইন খান
সুর: সাইফুল্লাহ মানছুর
 

নিঝুম রাতে দূর

ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী

নিঝুম রাতে দূর আকাশের দিকে তাকিয়ে
ছোট্ট ছেলে মাকে বলে স্রষ্টা আমার কে
মা বললো ধৈর্য্য ধর যখন তুমি হবে বড়
জানতে পারবে তোমার আমার স্রষ্টা সে যে কে ।


সেই ছেলেটির মন যে তবু ভরে না
মায়ের কোন মানাই মনে ধরে না
আম খেয়ে সে ভাবতে থাকে 
মিষ্টি ঢেলে দিয়েছে কে
কার নামে বাসন্তী কোকিল কুহু ডাকে ।


দীঘির পাড়ে বসে ছেলে ভাবছে
শান্ত জলের কাছে প্রশ্ন রাখছে 
এমন সময় মামা এসে
বললো ভাগ্নে ভাবছ কী যে
প্রশ্ন কর জবাব পাবেÑ আশ্বাস রাখে ।


মামার কাছে ভাগ্নে সবই বললো
মামাও তার জবাব তুলে ধরলো
সব সৃষ্টির স্রষ্টা যিনি 
আল্লাহ তায়ালা মহান তিনি
দু’জন মিলে প্রভু প্রেমের প্রীতি আঁকে ।


কথা ও সুর: মুস্তফা শওকত ইমরান
 

উড়োজাহাজ উড়

ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী

উড়োজাহাজ উড়– উড়–
রয় না বিমান বন্দরে
যায় হারিয়ে আকাশ পথে
সে-কি চলার ছন্দ রে ।


যায় হারিয়ে আকাশ কি তাই
হায় রে তাহার ঠিকানা
নয় কভু নয় সেই কথাটি 
নয়কো কারো অজানা ।


উড়োজাহাজ যতই উড়–ক 
তবু তাকে ফিরতে হয়
তোমার জীবন তেমনি ক্ষণিক 
সে কথাটি মিথ্যে নয় ।


কথা: আসাদ বিন হাফিজ
সুর: সাইফুল্লাহ মানছুর
 

সত্য কথা বলতে

ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী

সত্য কথা বলতে হবে 
সত্য পথে চলতে হবে
মিথ্যা পায়ে দলতে হবে 
কে বলেছে কে
আল্লাহ রাসূলে ।


দীনের নিশান গড়তে হবে
পাপের সাথে লড়তে হবে
নিজকে আগে গড়তে হবে 
কে বলেছে কে
আল্লাহ রাসূলে ।


অকুতোভয় থাকতে হবে
সৎ পথে লোক ডাকতে হবে
দীনকে জয়ী রাখতে হবে 
কে বলেছে কে
আল্লাহ রাসূলে ।


তাই তো বলি মানবো কথা কার
যার জমিনে হাঁটাহাঁটি তাঁর ।


কথা: সংগ্রহীত
সুর: সাইফুল্লাহ মানছুর
 

আকাশ ভরা সোনালি

ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী

আকাশ ভরা সোনালি রোদ 
সোনা মেঘে ছাওয়া
হৃদয় ভরায় নয়ন জুড়ায় 
মিষ্টি মধুর হাওয়া ।


মেঘ গুড় গুড় ডাকে যখন আকাশ জুড়ে হাসি
রিনিক ঝিনিক ইলশে গুড়ি ঝরে রাশি রাশি

তখন আমার ইচ্ছে জাগে নদীর বুকে নাও যে থাকে
তাকে নিয়ে ওই সুদূরে পাল উড়িয়ে যাওয়া ।


বল তো এমন সোনার হাসি কে ছড়ায় 
এমন মায়ার সকাল বিকাল কে জড়ায়
আল্লাহ তায়ালা দিলেন এসব যায় না ভুলে যাওয়া ।

 

কথা ও সুর: সংগ্রহীত