আকাশ ভরা সোনালি

ভোরের পাখিরা - সাইমুম শিল্পীগোষ্ঠী

আকাশ ভরা সোনালি রোদ 
সোনা মেঘে ছাওয়া
হৃদয় ভরায় নয়ন জুড়ায় 
মিষ্টি মধুর হাওয়া ।


মেঘ গুড় গুড় ডাকে যখন আকাশ জুড়ে হাসি
রিনিক ঝিনিক ইলশে গুড়ি ঝরে রাশি রাশি

তখন আমার ইচ্ছে জাগে নদীর বুকে নাও যে থাকে
তাকে নিয়ে ওই সুদূরে পাল উড়িয়ে যাওয়া ।


বল তো এমন সোনার হাসি কে ছড়ায় 
এমন মায়ার সকাল বিকাল কে জড়ায়
আল্লাহ তায়ালা দিলেন এসব যায় না ভুলে যাওয়া ।

 

কথা ও সুর: সংগ্রহীত