গানের স্বরলিপি

রাত কেটেছে স্বপ্নে

ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী

রাত কেটেছে স্বপ্নে বিভোর
দিন কেটেছে ভাবতে
কতটা সময় লাগবে তোমার
দীনের পথে নামতে ।

 

সামনে রয়েছে দূরের যাত্রা
বিভীষিকাময় রাত্রি
রয়েছে শ্বাপদ অরণ্য ঘন
দুর্বল অভিযাত্রী
জানলে কি আর এই পথে কখনো
অসময়ে তুমি আসতে ।

 

সময় তোমায় করবে না ক্ষমা
অক্ষমতার জন্য
তোমার বিচার করবেই দেখো
সহসা জনারণ্য ।

 

ভেঙ্গে ফেল এই স্বপ্ন প্রাসাদ
নেমে এসো রাজপথে
জনতা মিছিল সঙ্গ দেবে
এক পথে এক মতে
হাত তুলে ওরা দোয়া করে দেখ
বিজয় তোমার আনতে ।

 

কথা: আ জ ম ওবায়দুল্লাহ
সুর: মশিউর রহমান

পাখির গানে গানে

ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী

পাখির গানে গানে মুখরিত এই দেশ
ফুলের ঘ্রাণে ঘ্রাণে সুরভিত এই দেশ
শাহজালালের শাহপরানের
স্মৃতি ধন্য পুণ্যভূমি
এ আমার দেশ প্রিয় বাংলাদেশ ।

 

সবুজ আর শ্যামলে মনোময় পরিবেশ
প্রতিদিন মন ভরে দেখি যে অনিমেশ
হিজল তমাল জাম জারুলের 
শাপলা শালুক পদ্মদীঘি
এ আমার দেশ প্রিয় বাংলাদেশ ।

 

অগণন পাহাড়ের মৌনতা অনিশেষ
সারাক্ষণ মিশে রয় আযানের ধ্বনি রেশ
মুটে মাঝি দিন মজুরের
কোটি প্রাণে আবেশ ভরা
এ আমার দেশ প্রিয় বাংলাদেশ ।

 

কথা: আবু তাহের বেলাল
সুর: হাসিনুর রব মানু

আমার এই ছোট্ট

ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী

আমার এই ছোট্ট জীবন
যেন এক মোমের বাতি
সেই থেকে পুড়ে পুড়ে যাচ্ছি গলে
সুন্দর আলো যদি নাইবা দিলে
কী লাভ হবে এই প্রজ্জ্বলন
বৃথা হয়ে যাবে সব আয়োজন ।

 

আমার কাজ হলো আলো ছড়ানো
আঁধার ভেঙ্গে দিয়ে পথ দেখানো
এই যদি চাওয়া হয়
হবে না আলোর ক্ষয়
বিধাতার চাওয়াটাই করবো পূরণ ।

 

জীবন কতদিন জানি না বাকি
আমি কি আমার কাজ করছি নাকি
সুপথের তাড়নায় দীপ যদি নিভে যায়
প্রশান্তি রবে তবু হলেও মরণ ।

 

কথা: কে এম মুনীর হোসাইন
সুর: মেহরাজ মিঠু

যে সকল যুবক

ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী

যে সকল যুবক দীনের কাজে লেগে থাকে সারাদিন
রাত্রি কাটায় লেখায়-পড়ায়, জ্ঞান সাধনায় নিদ্রাহীন ।

 

যেসব যুবক আল কুরআনের সমাজ গড়ার বেলায়
জীবন দেবার স্বপ্ন দেখে শাহাদাতের মেলায়
সকল কিছু দেয় বিলিয়ে দীনের পথে হয় বিলীন
তাদের কাছে আমি ছিলাম ঋণী, নতুন করে করছি ঋণ ।

 

যেসব যুবক লোভের কাছে হয় না পরাজিত
বিনয় এবং ভালোবাসায় বরং আলোকিত
যাদের নেতা বিশ্বনবী সাইয়্যেদু আল কাওনাইন
তাদের জন্যে আমি বুক পেতে দেই, বাজাই বুকের অগ্নিবীণ ।

 

কথা: মতিউর রহমান মল্লিক
সুর: জাফর সাদেক

চোখের অশ্রু ঝরালে

ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী

চোখের অশ্রু ঝরালে কি
দুঃখ প্রকাশ করা যায়
মনে অনেক কষ্ট থাকে
ওজনে কি মাপা যায় ।

 

আমার প্রিয় মালেক ভাইকে
করলো যখন খুন
তখন আমার চোখ কাঁদেনি
কেঁদেছে এ মন
কোন কারণে মারলো তারা
কোন বা দোষে হায় ।

 

সব মেঘে তো হয় না বৃষ্টি 
তাই বলে কি মেঘ না
পাহাড় আবার কাঁদতে পারে 
তাই তো বহে ঝর্ণা।

 

খুনের বদলা নেওয়া কি আর
বসে থাকার নাম
অশ্রæ ঝরে দিন কাটালে
শোধ হবে কি দাম
ঈমানেরই দীপ্ত পথে
চলতে হবে তাই ।

 

কথা ও সুর: মাসুদ রানা
 

ক্লান্ত হয়ে ঘুমিয়ে

ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী

ক্লান্ত হয়ে ঘুমিয়ে গেলে
জাগিয়ে দিও মা
দীন কায়েমের পথে মাগো
ক্লান্তি থাকে না ।

 

মালেক যাবে মিছিল নিয়ে
মায়ের আঁচল বিছিয়ে দিয়ে
আন্দোলনে মাগো তুমি
বাঁধন দিও না ।

 

আল কুরআনের স্বপ্ন নিয়ে
বুকের জমিন বিলিয়ে দিয়ে
তোমার ছেলে শহীদ হলে
দোহাই কেঁদো না ।

 

কথা: আফসার নিজাম
সুর: শাহাবুদ্দীন