ঈমানের পথে - সাইমুম শিল্পীগোষ্ঠী
পাখির গানে গানে মুখরিত এই দেশ
ফুলের ঘ্রাণে ঘ্রাণে সুরভিত এই দেশ
শাহজালালের শাহপরানের
স্মৃতি ধন্য পুণ্যভূমি
এ আমার দেশ প্রিয় বাংলাদেশ ।
সবুজ আর শ্যামলে মনোময় পরিবেশ
প্রতিদিন মন ভরে দেখি যে অনিমেশ
হিজল তমাল জাম জারুলের
শাপলা শালুক পদ্মদীঘি
এ আমার দেশ প্রিয় বাংলাদেশ ।
অগণন পাহাড়ের মৌনতা অনিশেষ
সারাক্ষণ মিশে রয় আযানের ধ্বনি রেশ
মুটে মাঝি দিন মজুরের
কোটি প্রাণে আবেশ ভরা
এ আমার দেশ প্রিয় বাংলাদেশ ।
কথা: আবু তাহের বেলাল
সুর: হাসিনুর রব মানু
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat
