একজন শিক্ষক
সমন্বিত সাংস্কৃতিক সংসদ। সসাস
স্বার্থ ছাড়া এই পৃথিবীর যারা স্বপ্ন চাষী
কোমল মনে স্বপ্ন বুনে থাকেন রাশি রাশি
তারা সবার প্রিয় মানুষ শিক্ষক যে তার নাম-
হয়নি বলা তাদের আজও অনেক ভালবাসি ।।
সবার সফলাতায় যারা হাসেন ফুলের মত
বিফল হলেও আদর মেখে স্বপ্ন দেখান শত
সবার জীবন আলোকিত করেন তারা রোজ-
যারা ফোটান সবার মুখে নতুন দিনের হাসি ।।
একজন শিক্ষক দেশ ও জাতী
নিরবেই অবিরত গড়ে যান
অনুপম মমতায় দিন ও রাতি
আমাদের উৎসাহী করে যান
নিজের জীবন দেন বিলিয়ে মানুষ গড়ার তরে
বিনিময়ে চান না কিছু আগে কি বা পরে।
মোমের মতো জীবন তাদের করে আলো দান-
ভালবাসার পরশ মেখে থাকেন পাশা-পাশি।।