গানের স্বরলিপি

একজন শিক্ষক

সমন্বিত সাংস্কৃতিক সংসদ। সসাস

স্বার্থ ছাড়া এই পৃথিবীর যারা স্বপ্ন চাষী
কোমল মনে স্বপ্ন বুনে থাকেন রাশি রাশি
তারা সবার প্রিয় মানুষ শিক্ষক যে তার  নাম-
হয়নি বলা তাদের আজও অনেক ভালবাসি ।।

 

সবার সফলাতায় যারা হাসেন ফুলের মত
বিফল হলেও আদর মেখে স্বপ্ন দেখান শত
সবার জীবন আলোকিত করেন তারা রোজ-
যারা ফোটান সবার মুখে নতুন দিনের হাসি ।।

 

একজন শিক্ষক দেশ ও জাতী
নিরবেই অবিরত গড়ে যান 
অনুপম মমতায় দিন ও রাতি
আমাদের উৎসাহী  করে যান

 

নিজের জীবন দেন বিলিয়ে মানুষ গড়ার তরে
বিনিময়ে চান না কিছু আগে কি বা পরে।
মোমের মতো জীবন তাদের করে আলো দান-
ভালবাসার পরশ মেখে থাকেন পাশা-পাশি।।

বুঝলেনা কুরআন

সমন্বিত সাংস্কৃতিক সংসদ(সসাস)

তুমি জানলেনা বুঝলেনা কোরআন
কি হবে শিখেশিখে

পৃথিবীর এই যত জ্ঞান?

 

ধর্মশালায় বাস আমলনামায় তবু
হয়নি জমা কোন পূণ্য
মরুভূর  মাঝে  বৃক্ষ  বাঁচে
মরেনা হয়ে পানি শূণ্য
জ্ঞানের সাগরে বিচরণ তবু তুমি
পথিক কেন অজ্ঞান!

 

পড়েছো উপন্যাস মার্ক্স লেলিনবাদ
পড়নি হাদিস আর কোরআন
পড়নি সাহিত্য ধর্মের বই কোন
বোঝনি কভূ ইসলাম
দ্বীনের জলসাতে বসনি কভূ তুমি
দ্যাখোনি রবের কোন শান।

ভোরের হাওয়া ছুটে

সেরাদের সেরা ২০১৯

ভোরের হাওয়া ছুটে চলে
আল্লাহ নামে শুধু
তার রহমে যায় ভিজে যায়
শুকনো মরু ধুধু
তাই তোমাকে যায় ডেকে যায় দেহের শান্ত রুহু 
আল্লাহু আল্লাহু 

 

ঝরনা ছুটে সাগর পানে
তোমার নামে কলতানে
কোকিল ডাকে রোজ বিহানে
মিস্টি কুহু কুহু- ঐ

 

সূর্য উঠে আলো নিয়ে
তোমার নামে দেয় রাঙ্গিয়ে
দোয়েল ডাকে ফুল কাননে
শান্ত মুহু মুহু-ঐ

 

পুস্প ফুটে রাশি রাশি
তুমি দিলে তারার হাসি
তোমার নামে পায় চেতনা
সৃষ্টি বিপুল বহু- ঐ

সিজদাতে হই নত

সমন্বিত সাংস্কৃতিক সংসদ(সসাস)

আমি ক্লান্ত যখন পাপের ভারে
ডুব দিয়ে রই ঘোর আঁধারে
অন্তরে হয় ক্ষত
যেন তোমায় ডাকি জায়নামাজে
মন ঢেকে যায় প্রেমের ভাজে
সিজদাতে হই নত।

 

যদি,এই দুনিয়ার দুঃখ জ্বালা
       সুখের ঘরে দেয়রে তালা
       কাঁদায় অবিরত
যদি,খুব প্রিয়জন প্রাণের স্বজন
        অবহেলায় দেয় ভেঙে মন
        যায় দূরে যায় শত।

 

যদি,নাই বা আসে সেই মধু ক্ষণ
       সফলতার সব আয়োজন
       হয় না অনাগত
যদি,স্বপ্নগুলো যায় হারিয়ে
       ব্যর্থতারা হাত বাড়িয়ে
       ডাকে নিজের মত।

আমাদের গান

অনুপম সাংস্কৃতিক সংসদ | ঢাকা

জীবনের মাঝে জীবনের গতি
যে গান জাগাতে পারে
প্রেরণার নদী তীর ভেঙে ছোটে
সাগরের অভিসারে—
সে গানের কথা সে গানের সুর
বেঁধেছি হৃদয়তারে—

এসো—সবুজের গান গাই
এসো—জীবনের গান গাই


চারপাশে শুধু হাহাকার ভাসে
অস্ফুট কত কানড়বা
মানুষের হাতে মানুষের আজ
কলিজাও হয় রানড়বা!
যে গানে জালিম ঘুমহারা হয়,
মাজলুম ভোলে সব দ্বিধা-ভয়
অবিরাম অধিকারে—
সে গানের কথা সে গানের সুর
সেধেছি হৃদয়তারে—
এসো—সাহসের গান গাই
এসো—মানুষের গান গাই


যে গানে প্রেমের জাফরানী ফুল
নির্মল ঘ্রাণে ফোটে
সে গানের বনে রঙিন পাখার
প্রজাপতি মন ছোটে!

কত ইতিহাস চাপা পড়ে আছে
মিথ্যার নীল গল্পে
তারার আকাশ আলোহীন তাই
আঁধারের রূপকল্পে!

যে গানে নিবিড় সত্যের ডাক,
জমিন কাঁপানো হায়দারী হাঁক
বেজে ওঠে বারেবারে—
সে গানের কথা সে গানের সুর
গেঁথেছি হৃদয়তারে—
এসো—বিবেকের গান গাই
এসো—আলোকের গান গাই

তোমার আলোয়

দিশারী শিল্পীগোষ্ঠী

তোমার আলোয় আমায় আলো করো

তোমার প্রেমে আমায় ধন্য করো।

 

এই কুটিল কালো ঝড়ের রাতে

দাও হিম্মত আমার হাতে

তোমার প্রেমে আমার হৃদয় গড়ো ।

 

পাপরে আগুন পুড়িয়ে করে কয়লা কালো

শুধু তুমি পারো এই আঁধারে ঢালতে আলো।

 

এই যে আমি বিনয় অবনত

মাফ করে দাও পাপ করেছি যত

শুকনো নদী তোমায় মায়ায় ভরো ।

 

কথা: গোলাম মোহাম্মদ

সুর: মশিউর রহমান