তোমার আলোয়

দিশারী শিল্পীগোষ্ঠী

তোমার আলোয় আমায় আলো করো

তোমার প্রেমে আমায় ধন্য করো।

 

এই কুটিল কালো ঝড়ের রাতে

দাও হিম্মত আমার হাতে

তোমার প্রেমে আমার হৃদয় গড়ো ।

 

পাপরে আগুন পুড়িয়ে করে কয়লা কালো

শুধু তুমি পারো এই আঁধারে ঢালতে আলো।

 

এই যে আমি বিনয় অবনত

মাফ করে দাও পাপ করেছি যত

শুকনো নদী তোমায় মায়ায় ভরো ।

 

কথা: গোলাম মোহাম্মদ

সুর: মশিউর রহমান