গানের স্বরলিপি

এই দেশের জন্য

জনপ্রিয় ইসলামী গান-সসাস

এই দেশের জন্য যদি করতে হয়
আমার জীবন দান
তবু দেবনা দেবনা লুটাতে ধুলায়
আমার দেশের সম্মান।

 

রক্তের বিনিময়ে করেছি স্বাধীন
আমার এ বাংলাদেশ
সৌহার্দ্য সম্প্রীতিতে ভরা
নেইকো কোন রেশারেশ
এসো সবাই মিলে হিংসা বিভেদ ভুলে
গাই বিজয়ের গান।

 

লক্ষ শহিদের জীবনের বিনিময়ে
পেলাম স্বাধীন পতাকা
শহিদের রক্ত দিয়ে আঁকা
মানচিত্রের প্রতিটি রেখা
শহিদেরা থাকবে সবারই অন্তরে
হয়ে চির অম্লান।

 

কথা ও সুর: মাসুদ রানা
 

মা যে দশ মাস

জনপ্রিয় ইসলামী গান-সসাস

মা যে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া

করেছেন আমাদের ঋণী
গায়ের চামড়া কাটিয়া দিলেও

সেই ঋণ শোধ হবেনা জানি, মা।

কতদিন দেখিনা মায়ের ঐ চাঁদমুখ কষ্টে হৃদয় পুড়ে
পিঠা পুলি বানাইয়া পায়েসও রান্ধিয়া মা প্রতীক্ষা করে
হাজারো বাস্ততা অবসর পাই কোথা
তাইতো হয়না যাওয়া গায়ের বাড়িতে।


চিঠি লিখে ছোটবোন টেলিফোন করে

অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে
ভীষণ জ্বরের ঘোরে মা কাইন্দা বলে

ভুইলা কি গেছিস মোরে

কতো ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায়

যাবো বলি তবুও বাড়ি যাওয়া রে ।

হঠাৎও একদিন রাত দুপুরে একটা খবর এল
সবকিছুই আছে আগেরই মত,মা হারিয়ে গেল
এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া
তাইতো কষ্টে হৃদয় গোমরে মরে
মা গো... মা গো... মা গো... দুঃখিনী মা।

 

কথা সুর ও শিল্পী: আমিরুল মোমেনিন মানিক

ইয়া সাইয়্যেদী

জনপ্রিয় ইসলামী গান-সসাস

ইয়া সাইয়্যেদী ইশফালানা

ইয়া সাইয়্যেদী ইশফালানা

আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ 

আল্লাহ্ আল্লাহ্ সুবহানাল্লাহ্

আল্লাহ্ আল্লাহ্ আল্লাহু আকবার 

আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্ আল্লাহ্

আল্লাহ্ আল্লাহ্ আল্লাহু আকবার ।

 

ইন্নালতিয়া রিহাসসবাহ্

ইয়াওমান ইলাহ্ আরদিল হারাম

বাল্লিগ সালামি রওদতান

ফিহান্নাবিয়ুল মুহতারাম ।

 

বালাগালউলা বিকামালিহি

কাসাফাদ্দুজা বিজামালিহী

হাসনাত জামিউখি সলিহি

সাল্লু আলাইহি ওয়ালিহি।

 

আমিও কি তবো উম্মাত নহে

হিয়া পেরেশান তোমার বিরহে

আনেক সাগর তোমাতে হারায়

অনেক আকাশ দুহাত বাড়ায় ।

 

দিয়েছো কেবল চাওনি কিছু

ভেবেছো সমান উচু কি নিচু

ওগো প্রিয়তম প্রেম দাও কিছু

না হয় তোমার ছাড়বো না পিছু।

 

কথা: মতিউর রহমান মল্লিক

 

রাসূল তুমি আলোক

জনপ্রিয় ইসলামী গান-সসাস

রাসূল তুমি আলোক শিখা গহীন আঁধার রাতে

পথ দেখালে ওগো তুমি সন্দেহ নেই তাতে ।

 

দ্বীন ইসলামের মিশন নিয়ে এলে ভূবন মাঝে

সত্য বানী ছড়িয়ে দিলে নিত্য সকল কাজে

জাহেলিয়াতের মরমে আঘাত হানলে পরে করলে লোপাট 

মুক্তির রক্তিম সূর্যটাকে আনলে এ ধরাতে ।

 

ঝিনুক মাঝে মুক্তা যেমন পান্না মানিক হীরা

দোজাহানের পরশ পাথর তুমি সকল সেরা

তনুমনে তোমায় নিলে দুঃখ যাতনা যাবে চলে

পরম পাওয়া নসীব হবে কঠিন কিয়ামতে ।

 

কথা: আবু সায়েম

সুর: ইউসুফ বকুল

 

জীবন নামের ছোট্ট ঘুড়ি

জনপ্রিয় ইসলামী গান-সসাস

জীবন নামের ছোট্ট ঘুড়ি উড়ছে নীলিমায়
আপন মনে ঘুরছে দেখো খুশির সীমা নাই 
ঘুড়ির মালিক নাটাই ধরে ছাড়ছে সুতা ধীরে ধীরে 
হঠাৎ যেদিন পড়বে রে টান সেদিন উপায় নাই ।

 

হাওয়ায় ঘুড়ি ডানা মেলে যখন যাবে মিশে
তখন রে মন এমনি স্মরণ হবি রে তুই কিসে
ভাবিস যত কাঁদিস বসে রবে না উপায়
ঠিক সময়ে না বুঝিলে পড়বি বেকায়দায় ।

 

ভবের হাটে আসা-যাওয়া করবি যদি ভুল
ঘুড়ির সুতা ছিঁড়লে তবু হারাবি দুই ক‚ল
ঠিক রীতিতে না উড়িলে পড়বি দরিয়ায়
বিধির বিধান না মানিলে বাঁচা বড় দায় ।

 

কথা: কে এম মুনীর হোসাইন
সুর: মেহরাজ মিঠু

আমাদের প্রাণে দাও

জনপ্রিয় ইসলামী গান-সসাস

আমাদের প্রাণে দাও তাকওয়া তোমার

হতে চাই তোমার প্রিয়জন

তোমার দয়ার সীমা নাই নাই নাই

তুমি যে মহান প্রভু তুমি রহমান

আল্লাহু আল্লাহু আল্লাহু ।

 

প্রতিটি কাজে তোমায় স্মরণ যেন থাকে

হৃদয় মাঝে প্রেমের কাবা দাও এঁকে

দাও শান্তি সুখ করো না গো বিমুখ

তোমার পথে যেন থাকি অবিচল ।

 

সকল কিছুই তোমার হাতে প্রভু জানি

মুছে দাও তুমি পুথিবীর বুক হতে গ্লানি

দাও শান্তি সুখ করো না গো বিমুখ

তোমার পথে যেন থাকি অবিচল ।

 

কথা ও সুর: আব্দুস সালাম