মা যে দশ মাস

জনপ্রিয় ইসলামী গান-সসাস

মা যে দশ মাস দশ দিন গর্ভে ধরিয়া

করেছেন আমাদের ঋণী
গায়ের চামড়া কাটিয়া দিলেও

সেই ঋণ শোধ হবেনা জানি, মা।

কতদিন দেখিনা মায়ের ঐ চাঁদমুখ কষ্টে হৃদয় পুড়ে
পিঠা পুলি বানাইয়া পায়েসও রান্ধিয়া মা প্রতীক্ষা করে
হাজারো বাস্ততা অবসর পাই কোথা
তাইতো হয়না যাওয়া গায়ের বাড়িতে।


চিঠি লিখে ছোটবোন টেলিফোন করে

অসুখটা যাচ্ছে মায়ের বেড়ে
ভীষণ জ্বরের ঘোরে মা কাইন্দা বলে

ভুইলা কি গেছিস মোরে

কতো ছেলে বাড়ি যায় আমার না কাজ ফুরায়

যাবো বলি তবুও বাড়ি যাওয়া রে ।

হঠাৎও একদিন রাত দুপুরে একটা খবর এল
সবকিছুই আছে আগেরই মত,মা হারিয়ে গেল
এখন আর পথ চাইয়া থাকে না কেউ বসিয়া
তাইতো কষ্টে হৃদয় গোমরে মরে
মা গো... মা গো... মা গো... দুঃখিনী মা।

 

কথা সুর ও শিল্পী: আমিরুল মোমেনিন মানিক