আঁধার যুগে

আঁধার যুগে

আঁধার যুগে আরব দেশে

কথা: নয়ন মুরাদ
সুর: আবদুর রাজ্জাক রাজু

 

আঁধার যুগে আরব দেশে
উঠলো সোনার রবি
 সেই রবি তো আর কিছু
 নয় আমার প্রিয় নবী ॥

 

আল্লাহ পাকের রহম নিয়ে 
এলেন তিনি বিশ্বে
বিলিয়ে দিতে অকাতরে
 ধনী গরিব নিঃস্বে
কল্পলোকে আজও আমি
 আঁকি তারই ছবি ॥

 

সর্বকালের সবার সেরা
 রাসুল ছিলেন তিনি
সবার সেরা মানুষ রূপে
 তাকেই মোরা চিনি
তাঁরই নামে লেখন লেখেন
 কত লেখক কবি ॥