চারিদিকে আঁধার আজি আঁধারের খেলা
আলোর দিশা খোঁজে মজলুম মানবতা ।
প্রতিদিন আহত হয় শান্তির পায়রা
শিকার খোঁজে ফেরে হিংস্র ডাইনিরা
নিশানা তাদের শুধু হোক কালিমা ।
আফগানিরা হয়েছে শিকার
ফিরে দেখার তা নেই কেউ আর
কোথা সেই মুসলিম খালিদের জাত
তাকবির দিয়ে ভাঙ্গো আঁধারের রাত
গুড়িয়ে দিতেই হবে জালিমের শেষ ঠিকানা ।
কথা : আহমদ আল আমিন
সুর : বোরহান মাহমুদ
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat
