আমার মা প্রিয় মা

আমার মা প্রিয় মা

আমার মা প্রিয় মা
তোমার সাথে নেই কারো তুলনা
তোমার  স্নেহ তোমার আদর
কি করে যে ভুলে যাই বলো মা ।


ছোট্ট বেলার সে গল্প বলার রাত
আজো মোরে পিছু টানে
তোমার আঁচলের স্নিগ্ধ ছায়ায়
যাই সব দুঃখ ভুলে
পৃথিবী যদি মোরে যায় ভুলে
তুমি মাগো ভুলে যাবে না ।


তোমার আসন সবার উপরে
এই পৃথিবীর বুকে
তোমারি জন্যে অশ্রু ঝড়ে
নিরব নিথর এই নিশিথে


চলে গেছো মাগো তুমি আমায় ছেড়ে
বুক ভরা আজ শুধু হাহাকার 
আল্লাহ খুলে দাও আমার মায়ের
জান্নাতেরি দ্বার 
দেকা হবে মা জননী পরপারে
এইতো আমার কামনা ।


কথা ও সুর: আহমদ আল আমিন