তুমি রহিম রহমান 

তুমি রহিম রহমান 

আকাশ জমীন চাঁদ ছিতারা সবি তোমার দান
সৃষ্টি জীবের বাঁচা মরা তোমারি ফরমান 
তুমি রহিম রহমান, 
তব দয়া অফুরান 

 

সবুজ ভূমি বন-বনানী নদীর কলতান
পাখ-পাখালি ফুল-ফলাদি তোমার অপার দান 
দয়ার সাগর মায়ার সাগর
তুমি মেহেরবান

 

তোমার দানে সাগর মাঝে অথৈ পানির খেলা 
জোছনা রাতে আকাশ জুড়ে চাঁদ ছিতারার মেলা

 

সকাল সাঁঝে সকল সৃষ্টি গায় যে তোমার গান
মিনার থেকে ভেসে আসে তোমার নামের তান 
তোমার দয়ায় রাতে আঁধার 
দিনে আলোর বান


কথা ও সুর: নিয়াজ মাখদুম