নতুন চাঁদের আগমনী

নতুন চাঁদের আগমনী

নতুন চাঁদের আগমনী বার্তায়

খুশির জোয়ার এলো প্রাণে
কাঙ্খিত মাস ফিরে পেল

প্রতিটি মুমিন মুসলমানে 
রমজান তুমি সত্যের আহ্বান
রমজান তুমি মুক্তির সন্ধান ।


এইতো সুযোগ মহান প্রভুর খাটি প্রেমিক হতে
আধার মুছে দিয়ে নতুন করে আলোর ভুবনে নামতে
তাকওয়া আর কোরান নিয়ে এলো মাহে রমজান
রমজান তুমি প্রভুর অপার দান।


এইতো সুযোগ স্বপ্নীল কাননের পরম সুবাস পেতে
পাপ কালীমা দূর করে ইমানের বীজ বুনতে
মাগফিরাত আর প্রশান্তি নিয়ে এলো মাহে রমজান
রমজান তুমি মহান রবের বিধান ।

 

কথা ও সুর: মমিনুল হাসান মারুফ