প্রাসাদের ইটগুলো জানে
কথা ও সুর : আমিরুল মোমেনীন মানিক
অ্যালবাম: নীল আসমান
হেরাররশ্মি শিল্পীগোষ্ঠী
প্রাসাদের ইটগুলো জানে
কার ঘামে গড়া এই শহর
পরম আদরে যারা গড়ে ইমারত
তাদের কাটে না সুখে প্রহর ॥
অনুদাব নিয়নের তীব্র আলোয়
আসেনা জীবনে সোনা রোদ
বঞ্চিত মানুষের পাশে দাড়িয়ে
নিতে হবে লাল প্রতিশোধ
জালিমের মসনদ ভেঙে দিতে হানো তাই
অশান্ত বৈশাখি ঝড় ॥
কতকাল নিরবে থাকবো চেয়ে
মুখ বুজে মেনে সব
জালিমের ভিত্তি কাপিয়ে দিয়ে
করে ওঠো বিদ্রোহী রব
জুলুমের অবসান হবে হবে নিশ্চয়ই
সামনে নতুন বন্দর ॥
কথা ও সুর : আমিরুল মোমেনীন মানিক
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat
