মানুষকে চেনা বড় দায়
কত দিন ধরে কত চেনা জানা মুখ
ফাঁক বুজে সহসাই বড় বদলায় ।
পৃথিবীতে যতো রঙা ফুল আছে
তার চেয়ে বেশি রঙা মানুষ আছে
খালি চোখে কত আর চিনে রাখা যায় ।
মনে মনে মাখামাখি আপন কত
ধুয়ে মুছে দেবে বুঝি দুঃখ যত।
মানুষ ভাবে না কিছু দুঃখ ছাড়া
পরের তাড়না তারে দেয় না তাড়া
আপনার সুখে ডুবে আপনি হারায় ।
কথা: জাকির আবু জাফর
সুর: জাফর সাদেক
348/349 DILU ROAD Dhaka
Copyright © 2017 - Sosas Bangladesh, All rights reserved.
Powered by Techo Haat
