এখন তো সময়

এখন তো সময়

এখন তো সময় নিজেকে গড়ার
করতে অনেক কিছুই ভেবে দেখার।


রং বে রঙ্গের যশ সম্মান অতীত হয়ে যায়
স্মৃতি হয়ে ইতিহাসের পাতায় পাতায়
কেউ কি আছে এমন চিরজিবী হয়ে
জীবন নিয়ে তার।


কোন কারনে গর্ব অহংকার হৃদয়ে ভাসে
অভিশাপে ভরে যায় অবশেষে
কেউ কি আছে এমন অহংকারী
স্রষ্টা ছাড়া আর।


কথা ও সুর: নাজমুল কবীর