আজ আমাদের জাগতে

আজ আমাদের জাগতে

আজ আমাদের জাগতে হবে
এ নিশী ভাঙতে হবে
রূখতে হবে শক্তি মাতাল
মার্কিনী ঐ দৈত্য দল
শপথের বাক্য বুকে

চল মুজাহিদ চলরে চল ।

 

ফিলিস্তিন আর কাশ্মিরেতে
আজকে কেন হামলা হয়
প্রশ্ন আজ আমাদের
এটা কি সন্ত্রাসী নয়
কোন করনে আজ ইরাকে
করছে লড়াই দস্যু দল।

 

ওরা ইসলাম বিরোধী
ওরাই মোদের ধ্বংস চায়
যত ব্যাথা লাগুক ওদের
ইসলামই হবে বিজয়
ওরা তো নয় বন্ধু মোদের
ওরাই মোদের শত্রু দল।

 

কথা ও সুর: আব্দুস সালাম